বাটোয়ারা দলিল রেজিস্ট্রিতে উৎস কর

বন্টননামা বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রিতে উৎস কর আদায়ের প্রয়োজন আছে কিনা জেনে নিন।

Last Updated on 20/09/2022 by Md. Shahazahan Ali

বন্টননামা বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রির সময় প্রায়ই উৎস করের প্রসংগ আসে। জাতীয় রাজস্ববোর্ড গত ০৯ জুন, ২০১৫ খ্রিঃ তারিখে একটি পত্রের মাধ্যমে এ সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
(করনীতি শাখা)

নথি নং- ০৮.০১.০০০০.০৩১.০১.০০৪ (অংশ-১) ২০১১ তারিখঃ- ২৬ জৈষ্ঠ্য, ১৪২২ বঙ্গাব্দ, ০৯ জুন, ২০১৫ খ্রিস্টাব্দ

বিষয়ঃ বন্টননামা দলিল রেজিস্ট্রেশনকালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এইচ ধারায় উৎসে আয়কর আদায় প্রসঙ্গে।

সূত্রঃ আপনার ০৭/০৬/২০১৫ খ্রিস্টাব্দ তারিখের পত্র

আদিষ্ট হয়ে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
০২। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 53H ধারায় Registration Act 1908 এর ধারা ১৭ এর উপধারা (I) এর ক্লজ (b) (c) ও (e) তে উল্লিখিত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উৎসে আয়কর আদায়ের বিধান করা হয়েছে। বন্টননামা দলিল সম্পাদনের বিষয়টি উল্লিখিত ক্লজ (b) (c) ও (e) এর অন্তর্ভুক্ত নয় বিধায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টনকালে বন্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে 53H ধারার উৎসে আয়কর আদায়যোগ্য নয়।

০৩। তাছাড়া একই দলিলের মাধ্যমে ভাই-বোন, বাবা-মা, পিতা-পূত্র-কন্যা বা স্বামী-স্ত্রীর নামে যৌথ মালিকানায় ক্রয়কৃত জমি এর মালিকদের মধ্যে দলিল অনুযায়ী বন্টনকালে বন্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে 53H ধারার উৎসে আয়কর আদায়ের প্রযোজ্যতা নেই।

(সেহেলী সিদ্দিকা)
দ্বিতীয় সচিব (কর আইন- ২)
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

জনাব
তাহমিদ হাসনাত খান
বাড়ি নং ১৮, রোড নং ১৬,
সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।

নথি নং- ০৮.০১.০০০০.০৩১.০১.০০৪ (অংশ-১) ২০১১                                   তারিখঃ ০৯/০৬/২০১৫ খ্রিস্টাব্দ

অনুলিপিঃ অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে-
০১। সাব-রেজিস্ট্রার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ।
২। মহা-পরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

(সেহেলী সিদ্দিকা)
দ্বিতীয় সচিব (কর আইন- ২)
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

এই দুই ক্ষেত্র ব্যতিত সকল ক্ষেত্রে উৎস কর প্রযোজ্য হবে। 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

4 comments

error: Content is protected !!