পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিলকরন সংক্রান্ত পরিপত্র

পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিলকরন সংক্রান্ত পরিপত্র

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

-ঃপরিপত্রঃ-

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রশাসন শাখা-১ এর ১৯/০১/২০১৭ খ্রিঃ তারিখের আইন প্রনয়ন-৮/২০১০-৫৮ নং স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পাওয়ার অব অ্যাটর্নি আইনের ধারা ৪ এর উপধারা (৩) এর অধীন ৩০ (ত্রিশ) দিনের নোটিশ প্রদানের পর, ধারা ১৩ এর অধীন অপর পক্ষ কর্তৃক কোন উদ্যোগ গ্রহন করা না হলে, নোটিশ প্রদানকারী পক্ষ এককভাবে কোন ‘রদ/বাতিলকরন দলিল’ সম্পাদনপূর্বক সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করলে উহা রেজিস্ট্রেশন আইনের বিধানাবলি সাপেক্ষে সাব-রেজিস্ট্রার নিবন্ধন করিবেন।

স্বাঃ (খামোঃ আব  মান্নান)
মহার র্শক, নিবন্ধন
বাংলাদেশ, ঢাকা।

স্মারক নং- নিপ/রেজিঃশাখাঃ-৫ (রাঃবিঃ)/২১৫৫(৫৬৭)                                        তারিখঃ ০৭/০১/২০১৭ খ্রিঃ

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য প্রেরণ করা হ’লঃ

১। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

২। সচিব মহোদয়ের একান্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৩। সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৪। আই,আর,ও ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

৫। জেলা রেজিস্ট্রার …………(সকল)।

৬। সাব-রেজিস্ট্রার,………(সকল)।

৭। অফিস কপি।

স্বাঃ (খান মোঃ আবদুল মান্নান)
মহা-পরিদর্শক, নিবন্ধন
বাংলাদেশ, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

1 comment

  • পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিলকরন সংক্রান্ত পরিপত্র
    28/11/2018 – Category: পরিপত্র (Gazette) – Author: Md. Shahazahan Ali

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

    নিবন্ধন পরিদপ্তর

    ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

    -ঃপরিপত্রঃ-
    এইটা ফটোকপি পাওয়া যাবে কি ?

error: Content is protected !!