৫২ধারা রশিদ বহিতে মূল দলিল পক্ষগণকে ফেরত দেওয়ার

৫২ধারা রশিদ বহিতে মূল দলিল পক্ষগণকে ফেরত দেওয়ার নিমিত্তে সম্ভাব্য তারিখের কলাম পূরণ প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

১৪, আব্দুল গণি রোড, ঢাকা১০০০।

স্মারক নং- নিপ/রেজিঃশাখা-৫(বিবিধ)/৩৩৭৯(৬১) তারিখঃ ০৩/০৩/১১ ইং

প্রেরকঃ মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব), বাংলাদেশ, ঢাকা।

প্রাপকঃ জেলা রেজিস্ট্রার,  (সকল)

বিষয়ঃ ৫২ধারা রশিদ বহিতে মূল দলিল পক্ষগণকে ফেরত দেওয়ার নিমিত্তে সম্ভাব্য তারিখের কলাম পূরণ প্রসঙ্গে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় যে, দলিল রেজিস্ট্রেশনের জন্য গৃহীত হওয়ার পর দলিলের পক্ষগণ প্রদত্ত ৫২ ধারা রশিদে মূল দলিল ফেরত প্রদানের সম্ভাব্য তারিখের কলামটি কোন কোন অফিস কর্তৃক পূরণ করা হয় না। যাহার ফলে দলিলের পক্ষগণ নানাবিধ সমস্যার সম্মুখী হন।

এমতাবস্থায়, উক্ত ৫২ ধারার রশিদে দলিল ফেরত দেওয়ার সম্ভাব্য তারিখের কলামটি (Probable dare on which document may be ready for return) পূরনের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হইল।

বিষয়টি তাহার অধীনস্ত সকল কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হইল।

স্বাঃ ০৩/০৩/১১
(মুন্সী নজরুল ইসলাম)
মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব)
বাংলাদেশ, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!