সাব-রেজিস্ট্রারগণের একই কর্মস্থলে ৩ (তিন) বৎসরের পরিবর্তে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হলে স্বাভাবিক বদলীকরণ প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

সাব-রেজিস্ট্রারগণের একই কর্মস্থলে ৩ (তিন) বৎসরের পরিবর্তে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হলে স্বাভাবিক বদলীকরণ প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন ও বিচার বিভাগ

বিচার শাখা-৬

সরকারি পরিবহন পুল ভবন

সচিবালয় লিংক রোড, ঢাকা।

নং-আঃমঃ/রেজিঃ৬/নিঃপঃ/পদায়ন-০১/২০১০-১৫৯ তারিখঃ ২২-০৩-২০১১ খ্রিঃ

বিষয়ঃ নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন সাব-রেজিস্ট্রারগণকে প্রশাসনিক/মানবিক কারণ ছাড়া জনস্বার্থে একই কর্মস্থলে ৩ (তিন) বৎসরের পরিবর্তে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হলে স্বাভাবিকভাবে বদলীকরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন সাব-রেজিস্ট্রারগণকে প্রশাসনিক/মানবিক কারণ ছাড়া জনস্বার্থে একই কর্মস্থলে ৩ (তিন) বৎসরের পরিবর্তে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হলে স্বাভাবিকভাবে বদলীর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।

স্বাক্ষরিত
২২-০৩-২০১১
(এ,বি,এম, মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০(অ)

কার্যার্থে:
মহা-পরিদর্শক, নিবন্ধন
নিবন্ধন পরিদপ্তর, ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

অনুলিপি প্রেরণ করা হলোঃ

  • মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • অফিস কপি/গার্ড ফাইল।

সাব-রেজিস্ট্রারগণের বদলী সংক্রান্ত নীতিমালা পড়তে এখানে ক্লিক করুন।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!