দলিল রেজিস্ট্রি খরচ কে প্রদান করবে

দলিল রেজিস্ট্রি খরচ কে প্রদান করবে?

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের শুল্ক, ফি ও কর গ্রহন করা হয়। উৎস কর (৫৩এইচ), উৎসে আয়কর (৫৩এফএফ) ও ভ্যাট বিক্রেতাকে পরিশোধ করতে হয়। সুতরাং বিক্রেতার নামে এই অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে।স্টাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি ও স্থানিয় সরকার কর দলিলের ক্রেতাকে পরিশোধ করতে হয়।

অবশ্য পূর্বে আলোচনা সাপেক্ষে যে কোন পক্ষ এগুলো পরিশোধ করতে পারে। তবে উৎস কর (৫৩এইচ), উৎসে আয়কর (৫৩এফএফ) ও ভ্যাট অবশ্যই বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা করতে হবে।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!