ওয়াক্‌ফ দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

মাত্র কয়েকটি ক্লিকে যে কোন দলিলের রেজিস্ট্রি খরচের হিসাব বের করুন “দলিল ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপের মাধ্যমে।

“দলিল ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।


ওয়াকফ দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ–

রেজিস্ট্রেশন ফিসঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।

দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।

স্টাম্পশুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা।

দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংক লিঃ এর স্থানীয় শাখায় কোড নং  ১১৬২১০২ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৩১১)

এছাড়া

  •  ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
  • ই- ফিঃ- ১০০ টাকা।
  • এন- ফিঃ-
    • বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।
    • ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
  • (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ-
    • বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
    • ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।

মন্তব্যঃ-

  1. এন- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে কোড নং ১.২১৬১.০০০০.১৮২৬ তে জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
  2. এনএন- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
  3. সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকা মূল্যমানের স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

বিঃদ্রঃ

  1. ওয়াকফ-আল-আওলাদ এর ক্ষেত্রে স্থানীয় সরকার কর প্রযোজ্য।
  2. ওয়াকফ প্রশাসক বা সরকারের পুর্ব অনুমতি ব্যতিত ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যায় না।
  3. The Waqfs Ordinance, 1962 এর ধারা- 56. (1) এ বলা হয়েছে, No transfer by a mutawalli of any immovable property of a waqf by way of sale, gift, mortgage or exchange, or by way of lease for a term of exceeding 5 years shall be valid without the previous sanction of the Administrator.
  4. The Waqfs Ordinance, 1962 (amendment in 2013) এর  57A (1) ধারায় বলা হয়েছে, “Notwithstanding anything contained to the contrary in the Registration Act, 1908; no sub-registrar shall register any deed of transfer of any immovable property belonging to waqf, without the previous sanction of the Administrator or the Government,  as the case may be.”
  5. স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ নম্বর ধারায় Instruments relating to several distinct matters প্রসঙ্গে বলা হয়েছে, Any instrument comprising or relating to several distinct matters shall be chargeable with the aggregate amount of the duties with which separate instruments, each comprising or relating to one of such matters, would be chargeable under this Act.

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

1 comment

  • আমাদের কবরস্থানকে ওয়াকাফ বোর্ডের অন্তরভুক্ত করতে চাই

error: Content is protected !!