ভূমির পরিমাপের বিভিন্ন একক সহজে জেনে নিন

ভূমির পরিমাপের বিভিন্ন একক সহজে জেনে নিন।

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

মাত্র কয়েকটি ক্লিকে জমি বা প্লটের পরিমাপ বের করতে ” মোবাইলের প্লে-স্টোর থেকে “জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।

“জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

জমি পরিমাপের বিভিন্ন এককঃ

  • ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট = ১০০ অযুতাংশ = ৪৮.৪০ বর্গগজ =৪০.৪৬ বর্গমিটার = ১০০০ বর্গলিংক।

  • ১ একর = ১০০ শতাংশ = ৪৮৪০ বর্গগজ = ৪৩,৫৬০ বর্গফুট = ১,০০,০০০ বর্গলিংক।

  • ১ কাঠা (দেশীয় হিসেবে) = ১.৬৫ শতাংশ (প্রায়) = ৮০ বর্গগজ = ৭২০ বর্গফুট।

  • ১ বিঘা (দেশীয় হিসেবে) = ৩৩ শতাংশ = ১৬০০ বর্গগজ = ১৪৪০০ বর্গফুট।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

1 comment

error: Content is protected !!