হিন্দু আইনে সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ

হিন্দু আইনে সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

হিন্দু আইনে মৃতের সম্পত্তির উত্তরাধীকার বিষয়ে দুই ধরনের উত্তরাধীকার পদ্ধতি চালু আছে: 

(ক) মিতক্ষরা পদ্ধতি

(খ) দায়ভাগ পদ্ধতি।
বাংলাদেশে বসবাসরত হিন্দু ধর্মীয় লোকজন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দায়ভাগ পদ্ধতি অনুসরণ করেন। দায়ভাগ মূলত জীমূতবাহন রচিত হিন্দু ধর্মীয় সম্পত্তির উত্তরাধীকার বিষয়ক আইন গ্রন্থ। এ আইনগ্রন্থ অনুযায়ী, যারা মৃত ব্যক্তির আত্মার কল্যানের জন্য পিণ্ডদানের অধিকারী, কেবলমাত্র তারাই মৃত ব্যক্তির সপিণ্ড এবং যোগ্য উত্তরাধিকারী হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে থাকেন। মিতক্ষরা পদ্ধতি অনুসারে জন্ম হওয়ামাত্রই যেমন একজন পুত্র সন্তান পূর্ব পুরুষের সম্পত্তিতে পিতার সমান অংশীদারী হন, দায়ভাগ আইনে তেমনটা হয় না।


নিম্নে মোট ৫৩ জন সপিন্ডগণের তালিকা ক্রমানুসারে দেওয়া হলঃ

  • পুত্র
  • পুত্রের পুত্র
  • পুত্রের পুত্রের পুত্র
  • স্ত্রী, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের পুত্রের স্ত্রী।
  • কন্যা
  • কন্যার পুত্র
  • পিতা
  • মাতা
  • ভাই, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই।
  • ভাই এর পুত্র, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই এর পুত্র
  • ভাই এর পুত্রের পুত্র, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই এর পুত্রের পুত্র।
  • বোনের পুত্র
  • পিতার পিতা
  • পিতার মাতা
  • পিতার ভাই
  • পিতার ভাইয়ের পুত্র
  • পিতার ভাইয়ের পুত্রের পুত্র
  • পিতার বোনের পুত্র
  • পিতার পিতার পিতা
  • পিতার পিতার মাতা
  • পিতার পিতার ভাই
  • পিতার পিতার ভাইয়ের পুত্র
  • পিতার পিতার ভাইয়ের পুত্রের পুত্র
  • পিতার পিসির পুত্র
  • পুত্রের কন্যার পুত্র
  • পুত্রের পুত্রের কন্যার পুত্র
  • ভাইয়ের কন্যার পুত্র
  • ভাইয়ের পুত্রের কন্যার পুত্র
  • খুড়ার কন্যার পুত্র
  • খুড়ার পুত্রের কন্যার পুত্র
  • পিতার খুড়ার কন্যার পুত্র
  • পিতার খুড়ার পুত্রের কন্যার পুত্র
  • মাতার পিতা (নানা)
  • মাতার ভাই (মামা)
  • মাতার ভাইয়ের পুত্র (মামার পুত্র)
  • মাতার ভাইয়ের পুত্রের পুত্র (মামার পুত্রের পুত্র)
  • মাতার বোনের পুত্র (মাসির পুত্র)
  • মাতার পিতার পিতা
  • মাতার পিতার ভাই
  • মাতার পিতার ভাইয়ের পুত্র
  • মাতার পিতার ভাইয়ের পুত্রের পুত্র
  • মাতার পিতার বোনের পুত্রের পুত্র
  • মাতার পিতার পিতার পিতা
  • মাতার পিতার পিতার ভাই।
  • মাতার পিতার পিতার ভাইয়ের পুত্র
  • মাতার পিতার পিতার ভাইয়ের পুত্রের পুত্র
  • মাতার পিতার পিতার বোনের পুত্র
  • মাতার ভাইয়ের কন্যার পুত্র
  • মাতার ভাইয়ের পুত্রের কন্যার পুত্র
  • মাতার পিতার ভাইয়ের কন্যার পুত্র
  • মাতার পিতার ভাইয়ের পুত্রের কন্যার পুত্র
  • মাতার পিতার পিতার ভাইয়ের কন্যার পুত্র
  • মাতার পিতার পিতার ভাইয়ের পুত্রের কন্যার পুত্র

মোট ৫৩টি শ্রেণির সপিণ্ডের মধ্যে মহিলা শ্রেণী ৫ টি।

  • স্ত্রী, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের পুত্রের স্ত্রী (তালিকায় যার স্থান ৪র্থ)।
  • কন্যা (তালিকায় যার স্থান ৫ম)।
  • মাতা (তালিকায় যার স্থান ৮ম)।
  • পিতার মাতা (তালিকায় যার স্থান ১৪ তম)।
  • পিতার পিতার মাতা ( তালিকায় যার স্থান ২০ তম)।

এই ৫ শ্রেণীর মহিলা কোন সম্পত্তি পেলেও সীমিত কিছু শর্ত (যেমন- মৃতের দাহ ও শ্রাদ্ধ, মৃতের কৃত ঋণ পরিশোধ, নাবালক সন্তানের ভরণ-পোষণ, শিক্ষা, চিকিৎসা ব্যয় পরিচালনা; দূরবর্তী সম্পত্তি রক্ষণাবেক্ষণ অসম্ভব হলে, প্রাপ্ত বয়স্ক মেয়ের বিবাহের খরচ পরিচালনা ইত্যাদি) ছাড়া তা হস্তান্তর করতে পারে না। তারা মুলত জীবনস্বত্ব ভোগ করতে পারে (যতদিন বেঁচে থাকবেন, ততদিন প্রাপ্ত সম্পত্তির দখল ভোগ করবেন)। তাদের মৃত্যুর পর সম্পত্তি পূর্ব মূল মালিকের কাছে ফিরে যাবে, যা পূর্ব মূল মালিকের নিকটস্থ সপিন্ড পাবেন। কোন পুরুষ উত্তরাধিকারী সম্পত্তি না পাওয়া পর্যন্ত এভাবে সম্পত্তি বারবার মৃত মূল মালিকের কাছে ফিরে যাবে। দায়ভাগ আইনে স্বামীর মৃত্যুর পর নাবালক সন্তানের লালন-পালনের জন্য স্ত্রী নাবালকের স্বাভাবিক অভিভাবক নিযুক্ত হন এবং নাবালকের স্বার্থে সীমিত বিশেষ কারণে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারেন।


১ থেকে ৪ নম্বর ক্রমিক পর্যন্ত কেউ জীবিত না থাকলে (৫ নম্বর ক্রমিকের) কন্যা সম্পত্তি পাবে। কন্যাদের মধ্যে কুমারী কন্যার দাবী অগ্রগণ্য, এরপর পুত্রবতী বা পুত্র সম্ভবা কন্যাদের দাবী। কন্যা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে তার মৃত্যুতে তার পুত্র সন্তান সম্পত্তি পাবে। 


মৃত ব্যক্তির স্ত্রী না থাকলে, এক বা একাধিক পুত্র থাকলে পুত্রই সমুদয় সম্পত্তি পাবেন। এ আইনের বিধান অনুসারে, নিকটবর্তী পুরুষ ওয়ারিশ থাকলে পরবর্তীরা সম্পত্তি পাবেন না, যেমন পুত্র থাকলে পুত্রের-পুত্র সম্পত্তি পাবেন না।


মৃত ব্যক্তির একই সাথে পুত্র ও স্ত্রী জীবিত থাকলে, মৃতের বিধবা স্ত্রী এক পুত্রের সমান অংশ পাবে। একাধিক স্ত্রী থাকলে স্ত্রীর অংশ বিধবা স্ত্রীদের মধ্যে তুলাংশে বন্টন হবে। মৃতের স্ত্রী যেরূপ অংশ পাবেন, জীবিত থাকলে পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের স্ত্রী কিংবা পুত্রের পুত্রের পুত্রের স্ত্রীও অনুরূপ অংশ পাবেন।


দায়ভাগ আইনে মৃত ব্যক্তির জীবিত উত্তরাধীকারীগণের মধ্যে সম্পত্তি বন্টনের সময় যদি কোন উত্তরাধীকারী মৃত থাকেন, তবে মৃত ব্যক্তির জীবিত ওয়ারিশগণ সম্পত্তির উত্তরাধীকারী হবেন।


স্বামীর মৃত্যুর পর মৃতের জীবিত স্ত্রী মৃতের সম্পত্তিতে জীবনস্বত্ব (Life Interest) ভোগ করেন (যতদিন বেঁচে থাকবেন, মৃতের সম্পত্তির দখল ভোগ করবেন)। তার মৃত্যুর পর তার ভোগ-দখলকৃত সম্পত্তি পুত্রগণ প্রাপ্ত হবেন। পুত্র জীবিত না থাকলে সম্পত্তি মূল মালিকের নিকট ফিরে যাবে।


স্বামীর মৃত্যুর পর কোন হিন্দু মহিলা দ্বিতীয় বিবাহ করলে তিনি মৃত স্বামীর সম্পত্তি পাবেন না অর্থাৎ কোন হিন্দু-বিধবা মহিলা পুনরায় বিবাহ করলে তাকে তার পূর্বের স্বামীর নিকট থেকে প্রাপ্ত সম্পত্তি মৃত স্বামীর জীবিত অন্যান্য ওয়ারিশের নিকট ছেড়ে দিতে হয়।


একমাত্র হিন্দু ধর্মে দত্তক পুত্র গ্রহনের বিধান আছে। পিন্ডদানকারী পুত্র, পুত্রের পুত্র (পৌত্র বা নাতি) কিংবা পুত্রের পুত্রের পুত্র (প্রপৌত্র বা পুতি) না থাকলে পিন্ডদানের জন্য কিংবা সামাজিক কারণে নিজ বংশের ধারাকে অব্যাহত রাখার জন্য ৯ (নয়) বছরের উর্ধে নয় এমন পুত্র সন্তানকে দত্তক নেয়া যায়। দত্তকগ্রহনকারীর মৃত্যুর পর মৃতের দত্তক পুত্র মৃতের ঔরসজাত পুত্রের (১/৩) তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন।


হিন্দু দায়ভাগ আইনে কোন সন্ন্যাসী ব্যক্তি উত্তরাধিকার হন না। এ আইনে সন্ন্যাসী ব্যক্তিকে মৃত ধরা হয় এবং তিনি সম্পত্তি থেকে বঞ্চিত হন। 


মৃত ব্যক্তির অন্ধ, বধির, মূক, অঙ্গহীন, পুরুষত্বহীন বা হাবাগোবা, পুরুষ ও মহিলা ওয়ারিশ থাকলে হিন্দু আইনে এমন ব্যক্তিগণ উত্তরাধিকার হতে বঞ্চিত হবেন। আইনের দৃষ্টিতে এমন ব্যক্তিগণকে মৃত হিসেবে বিবেচনা করে তাদের সন্তানগণ পিতামহ ও পিতামহীর সম্পদে উত্তরাধিকারী হন।


হিন্দু উত্তরাধীকার আইনে অসতী বিধবা স্ত্রী স্বামীর সম্পত্তির উত্তরাধীকার হতে বঞ্চিত হন।  তবে মৃতের বিধবা স্ত্রী আইন সঙ্গতভাবে সম্পত্তি পাওয়ার পর অসতী হলে প্রাপ্ত সম্পত্তি হতে বঞ্চিত হবেন না। অসতীত্বের কারনে কন্যা তার মৃত পিতার সম্পত্তির উত্তরাধীকার হতে এবং মাতা তার মৃত পূত্রের সম্পত্তির উত্তরাধিকার হতে বঞ্চিত হন। তবে অসতীত্বের কারনে কোন নারী, মৃত কোন স্ত্রী-লোকের সম্পত্তির উত্তরাধিকার হতে বঞ্চিত হবেন না।


কোন হিন্দু লোক ধর্মান্তরিত হলে এ আইন অনুসারে তিনি উত্তরাধিকার হতে বঞ্চিত হবেন।


মৃতের হত্যাকারী এবং তার ওয়ারিশগণ মৃত ব্যক্তির উত্তরাধিকার হতে বঞ্চিত হবেন। 


সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

107 comments

  • আমার বাবারা তিন ভাই । বাবা ও এক কাকা মারা গেছেন । উল্লেখ্য যে কাকা মারা গেছেন তিনি চিরোকুমার ছিলেন এখন আমার বাবার আমরা দুই সন্তান আর ছোট কাকার এক পুত্র এবং তিনি জিবীত আছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমার মৃত কাকার সম্পত্তি ভাগ পাবো কি না?

      • হিন্দু নিঃসন্তান ছিল স্বামী মারা যাওয়ার আগে স্ত্রীকে টাকার বিনিময়ে জমি দিয়ে মারা যায় তারপর স্ত্রী ১০সতক জমি বিক্রি করে মারা যায় এখন জমির বন্টন কিভাবে হবে??

      • মাননীয় ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত জটিলতা হিন্দু সম্পত্তির বাপ দাদার সম্পদ গুলো ছেলে এবং মেয়ে উভয়ের সমান অধিকারের গেজেট নতুন আইন পাশ কার্যকর কবে থেকে চালু করবেন ?
        প্লিজ অনুগ্রহ করে আমাকে সঠিক তথ্যটাই দিন 🙏😥

  • হিন্দু আইনে স্বামী মারা গেছে তার কোনো পুত্র সন্তান নেই কন্যা আছেন।
    স্ত্রী জীবন সত্ত্ব ভোগ করা কালীন কি কাউকে দান অথবা বিক্রি করতে পারবে?
    ভবিষ্যতে কন্যার পুত্র দান করা অংশ কাটিয়ে নিতে পারবেন?

  • এস,এ রেকর্ডীয় ৬৯ শতাংশ ভূমির মালিক আমার পিসামহাশয়। যাহার দখল সূত্রে আমরা বি আর এস পেয়েছি এবং এখনও ভোগদখলে আছি আমরা ও আমার কাকাতো ভাইয়েরা । আমি যদি ঐ সম্পত্তির ৪৪ শতাংশ পিসাতো ভাইয়ের ছেলেদের কাছ থেকে দানপত্র নেই তা হলে তা কি আদালতে গ্রহন যোগ্য হবে ? অথবা আমি যদি পুরো ৬৯ শতাংশই দানপত্র দলিল নেই সে ক্ষেত্রে আমি কি বি আর এস রেকর্ড শংসোধনী করে নিতে পারবো ? এর মধ্যে আবার চার পিসাতো ভাইয়ের মধ্যে দুই পিসাতো ভাইয়ের বংশধরেরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, আমি দানপত্র নিবো এ দেশে যে দুই পিসাতো ভাই ছিলো তাঁর ছেলেদের কাছ থেকে (যদিও ইউনিয়ন পরিষদ থেকে পিসামহাশয়ের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির ওয়ারিশ তোলা যাবে ঐ দুই ভাইয়ের ছেলেদের নামে ) ? এই আইনী জটিলতার সমাধান দিলে চিরকৃতজ্ঞ থাকবো ।

  • আমার ঠাকুর মার দুই ছেলে ও এক মেয়ে তারা সকলে বিবাাহিত ,তাদের সকলের পুত্র সন্তান আছে। আমার ঠাকুর মার নামের সম্পত্তি তার মেয়ে পাবে কিনা ?

  • আমার পিতারা ৫ ভাই। দীর্ঘ ৪০ বছর ৩ ভাই ভারতে চোরাইভাবে গিয়ে সেখানে বসবাস করে এবং বাকি ২ ভাই এখানে থাকে। ভারতে থাকা ৩ ভাই ঐখানকার নাগরিকত্ব লাভ করেছে। এখন ভারতের ঐ ৩ ভাই আইনগত কোন ভাবে কি এই সম্পদ ভাগ পাবে। যদি পায় তাহলে সেটা কিভাবে?

  • আমার কাকা তার প্রাপ্য অংশ বাড়ি, পুকুর,বাঁশঝাড়, এর পরিবর্তে একটি জমি (১৫ শতাংশ)নিয়েছেন।উল্লেখ্য, বাড়ি, পুকুর, বাঁশঝাড় মিলিয়ে তিনি ১৬ শতাংশ জমি পান।কিন্ত আলাদা আলাদা ভাবে না নিয়ে তিনি একটি জমি থেকে ১৫ শতাংশ নিয়েছেন।এখন তিনি ওই ১৫ শতাংশ জমি তার বড় ভাই,মানে আমার বাবার কাছে উনি একা বিক্রি করেছেন। আমার বাবারা চার(৪) ভাই। হিন্দু সম্পত্তি আইনে তিনি কি অন্য ভাইদের দস্তখত ছাড়া এই জমি বিক্রি বৈধ হয়েছে? বাবার অন্য ভাইয়েরা কি এই জমির উপর আইনগত দাবি করতে পারবে?(এই জমি ভাগ বাটোয়ারা ও বিক্রি হয়েছে প্রায় ১৫ বছর আগে)।

  • আমার বাবার দুটি বিয়ে করেন।আমি দুই মায়ের একমাত্র সন্তান।আমার কোন বোন নেই। আমার বরমার নামে একটি জমি আছে। সেই জমির ওয়ারিশ কি আমি? সে আমার মাসিও হয়।

  • আমার জেঠুর অর্থাৎ আমাট বাবার বড় ভাইের, দুই কন্যা সন্তান আছে, তার একজন বিবাহিতা।
    এমতঅবস্থায় জেঠুর নামে যে সম্পত্তি আছে সেটা কে পাবে?
    জানালে উপকৃত হবো।
    ধন্যবাদ”

  • অামার বাবা,কাকা ২ভাই।অামার কাকার কোন ছেলে নেই।উনার ২ মেয়ে অাছেন।তারা বিবাহিত।এখন অামার কাকা মা says:

    অামার বাবা,কাকা ২ভাই।অামার কাকার কোন ছেলে নেই।উনার ২ মেয়ে অাছেন।তারা বিবাহিত।এখন অামার কাকা মারা যাওযার পর তার সম্পত্তির অধিকারী কে হবেন?

  • We have a flat in Chittagong registered in my wife name. We have a daughter.

    What will happen when my wife is passed away or can my wife will it in favour of me or our daughter

  • আমরা ৪ বোন ১ ভাই।বোন বিয়ে না করে আমাদের বোনদের এবং আমাকে বিয়ে করিয়েছে।আমরা ভাই বোন এক সাথে আছি।তিনি সংসার করেন নাই।এখন তার উত্ত্রাধিকার সম্পত্তি কে পাবে?

  • Nill- Amar baba mara gacha 6 years holo . Amader ekti bari acha . Amra ek vai ek bon . Bon baba jibito thaka obosthai beya hoyecha . Bari ti amar mayer nama likha acha . Sei khetre amar Ma jodi onnotro kothao amar poitrik bari bikroy kore , sei khetre amar koronio ki ??? Ami ki kono ayni podokhep nite parbo ?

    • বাড়িটি আপনার মায়ের নামে থাকলে, আপনার মা সেটি ইচ্ছা করলে আইনগতভাবে বিক্রি করতে পারেন। আপনি আইনত বিক্রিতে বাধা দিতে পারবেন না। এ ব্যাপারে আপনি একজন আইনজীবির পরামর্শ নিতে পারেন।

  • আমার নানু মানে আমার মায়ের বাবা, তিনি মারা গেছেন
    তার তিন ছেলে ও সাত মেয়ে এবং তার স্ত্রী জীবিত আছে। তাহার ছেলেরা তার ২২ শতাংশ সম্পত্তির মধ্যে ২ শতাংশ তার স্ত্রী নামে রেখে বাকি ২০ শতাংশ নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছে । তার সাত কন্যার মধ্যে চার কন্যার পুত্র সন্তান আছে । নতুন আইন অনুযায়ী এখানে কি মেয়েরা কোন কিছুই পাবে না। হিন্দু সম্পদায়ের উত্তরাধিকার বন্টন সম্পর্কে এর কোন নীতিমনীতিমালা থাকলে দয়া করে একটু বিস্তারিত লেখবেন।

    • হিন্দু দায়ভাগ আইন অনুসারে, মৃত ব্যক্তির পূত্র সন্তান এবং স্ত্রী থাকলে পূত্র সন্তান এবং স্ত্রী সকল সম্পত্তি পাবে। স্ত্রী এক পূত্র সন্তানের সমান অংশ পাবে। পূত্র থাকলে কন্যাগন সম্পত্তি পাবে না।

      • খুবই দুঃখজনক স্যার কেন স্যার এই আইন কি এখনো পাশ হয়নি স্যার একটি ঘটনা বলি আপনাকে ছয় ভাই এক বোন ভাই সবাই ভালো আছে কিন্তু বোনটি বিধবা এবং একটি ছেলে আছে তার বাবার সম্পত্তি মেয়ে হিসেবে কিছুই পাবে না ??

  • আমাদের জেঠু ও জেঠিমা মারা গেছেন, তাদের দুই মেয়ে বিবাহিত, আমাদের বাবার আর কোনো ভাই নেই, আমরাই জেঠু, জেঠিমার পরলৌকিক ক্রিয়া সব সম্পন্ন করেছি। তাহলে আমরা কি জেঠু, জেঠিমার সম্পত্তি পাবো, জানালে উপকৃত হব ।

  • কুমারী কন্যা মৃত্যু কালে দুই বিবাহিতা বোন ও বাবা কে রেখে মারা গেলে মৃতার সম্পত্তি কে পাবে? জানাবেন প্লিজ।

  • আমার বাবা কাকা দুই ভাই।বাবা মারা গেছেন।আমার কাকার দুই মেয়ে।আমরা এক ভাই এক বোন।কিছুদিন আগে আমার ভাই ও মারা গিয়েছে।আর আমি ধর্মান্তরিত হয়েছি।আমার দাদী এখনো বেঁচে আছে।আমাদের ভিটেবাড়ি মোট ত্রিশ একর জমি।পূর্ব নয় পুরুষ এই জমি ভাগবাটোয়ারা হয়নি।কিন্তু এখন উত্তরাধিকার না থাকায় ইহা কি পুরোটাই আমার কাকার দখলে যাবে।আমার মা পাবেন না?

    • আপনার মা জমি পাবে। আপনি একজন সিনিয়র আইনজীবীর (উকিলের) পরামর্শ নিন।

  • আমরা দুই ভাই তিন বোন জন্মের পর আমার মা মারা যাই।এরপর আমার বাবা ধর্মান্তরিত হয়ে মুসলমান মেয়ে বিয়ে করে এবং ঐ সংসারে দুই মেয়ে এক ছেলে রেখে মারা যান।এখন এই সম্পত্তি কিভাবে বন্টন হবে।

  • উত্তরটা জানা খুব খুব জরুরী!!!
    অামার দাদুরা ৪ভাই। তার মধ্যে ১জন নিঃসন্তান ছিলেন। দাদু মারা পূর্বে তার সমস্ত সম্পত্তি দাদীকে দান করে গেছেন। এখন দাদু দাদী দ’জনেই মৃত। তাহলে উক্ত সম্পত্তির ওয়ারিশ কারা হবে।

  • আমার পিসী(নিঃসন্তান) অবস্তায় মারা যাওয়ায়,আমি উনার মৃত বড় ভাইয়ের ছেলে ভাইপুত্র হই,এবং আমি আমার পিসীর মুখাগ্নী,পিন্ডদান,ও শ্রাদ্বাঅনুষ্ঠান নিজ হাতে সমপন্ন করি,এমতাবস্তায় আমি কি আমার মৃত পিসীর(নিঃসন্তান)তিনির রেখে যাওয়া স্হাবর সম্পত্তির উত্তরাধিকারী আইনত হতে পারি ? দয়া করে জানালে উপকৃত হবো।

  • আমার বাবারা চার ভাই । বাবা ও এক ২য় কাকা ও কাকী উভয়ে মারা গেছেন । উল্লেখ্য যে কাকা মারা গেছেন তিনি নিসন্তান ছিলেন এখন আমার বাবার আমরা দুই পুত্র সন্তান আর ৩য় কাকার এক পুত্র এবং তিনি জিবীত আছেন। ছোট কাকার দুই পুত্র এবং তিনি জিবীত আছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমার মৃত কাকা ও কাকীর সম্পত্তি ভাগ পাবো কি না?

  • আমার বাবা আমার বড় দিদির নামে বসত বাড়ি থেকে তিন শতক জমি দিদি নামে বিবাহের সময় দান পত্র করে মারা যান। আমরা চার ভাই বোন।দিদি কি আবার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে জমি পাবে?

    • আপনার দিদির দানপত্র দলিলে এ ধরনের নির্দেশনা না থাকলে উত্তরাধীকার সূত্রেও জমি পাবে।

      • আমার দাদী আমার দাদাকে নিয়ে ঘর জামাই ছিলেন,আমার দাদীরা তিনবোন ছিলেন বাকি দুই বোন বিয়ে করে স্বামীসহ ভারত চলে গেছেন আনুমানিক ১৯৬২ সালে। আর,এস জরিপের সময় তিন বোনের মানে আমার তিন দাদীর নামে জমি রেকর্ড হয়। পরবর্তীতে ঐ দুইবোন (আমার দাদীর বাকি দুই বোন) আরদেশে ফিরে আসে নাই, কোথায় আছে আমরা তা জানিনা,সর্বশেষ জরিপে তাহারা না থাকার কারনে, তাদের সম্পতি বি পি করা হয়,এখন আমারা আমার দাদীরওয়ারিশ হয়ে এই সম্পতি এতবছর ভোগদখল করে খাইতেছি, কিন্তুু বিক্রি করতে পারতেছিনা,কি ভাবে এর সঠিক মালিকানা দাবী করবো?( আমার দাদী,দাদা,বাবা,এরা বেঁচে নেই)

  • হিন্দু আইনে -প্রথমে মা গত হয়েছেন।মার নামে দলিলকৃত সম্পতি আছে। কিছু বাবা দিয়েছে কিছু কেনার সময় দলিলকৃত। বাবা ও গত হয়েছে।আমরা তিন ভাই ও তিন বোন।বড় ভাই গত হয়েছে তার পুত্র সন্তান আছে।তিন বোনের মধ্যে দুই বোনের পুত্র এ কন্য সন্তান আছে।এক বোন সন্তানহীন।প্রশ্ন হল মায়ের নামে দলিলকৃত সম্পতি কারা পাবে।

  • হিন্দু আইনে -প্রথমে মা গত হয়েছেন।মার নামে দলিলকৃত সম্পতি আছে। কিছু বাবা দিয়েছে কিছু কেনার সময় দলিলকৃত। বাবা ও গত হয়েছে।আমরা তিন ভাই ও তিন বোন।বড় ভাই গত হয়েছে তার পুত্র সন্তান আছে।তিন বোনের মধ্যে দুই বোনের পুত্র এ কন্য সন্তান আছে।এক বোন সন্তানহীন।প্রশ্ন হল মায়ের নামে দলিলকৃত সম্পতি কারা পাবে।

  • আমার ঠাকুর মার নামে সম্পতি কি আমার মা ভাগ পবে

  • আমার বাবা আর কাকা দুই ভাই।
    আমাদের সম্পত্তি সব দাদুর নামে ( বাবার বাবা)
    উনি কিছুদিন আগে মারা গেছেন। দুই ছেলের নামে ভাগ করে দিয়ে যাই নাই।
    আমার বাবার, তিন মেয়ে কোন ভাই নাই।
    কাকার এক ছেলে এক মেয়ে।

    এখন আমরা তিন বোন কি সম্পত্তির ভাগ পাবো.?

    • আপনার দাদু মারা গেছে। কিন্তু তার দুই ছেলে (আপনার বাবা ও কাকা) বেচে থাকলে তারাই সম্পত্তি পাবেন।

  • আমার এক ভাই ধর্মান্তরিত হয়েছে। তার বাবা মারা গেছেন। ভাইয়েরা বেঁচে আছে। ধর্মান্তরিত ভাই কি পৈতৃক সম্পত্তি পাবে?

  • গত ৩রা আগস্ট কাঁঠালবাগান এ AC বিস্কোরিত হয়ে মৃত্যুশয্যায় শুয়ে আছে আমার চাচার পরিবার । ডাক্তার বলেছেন যে আমার চাচার, চাকী ও তাদের মেয়ে বাঁচবেন না কারণ তাদের শ্বাসনাল পুড়ে গেছে । কিন্তু তাদের ৯মাসের ছেলে লিবান সম্পূর্ণ আশঙ্কার বাইরে । আমরা চাচ্ছি যে চাচার সকল সম্পত্তি ও ব্যাংক এর একাউন্ট্ লিবানের নামে হস্তান্তর করা হোক। এটা কি আইন অনুযায়ী সম্ভব? যদি সম্ভব হয় তবে কী কী করতে হবে দয়া করে বিস্তারিত জানান । ধন্যবাদ ।

    • আপনার এতটুকু লেখা পড়ে পরামর্শ দেয়া ঠিক হবে না। আপনি দ্রুত একজন সিনিয়র আইনজীবীর পরামর্শ নিন।

  • আমার জেঠু মারা গেছেন ওনার wife ও মারা গেছেন ওনাদের কোনো শন্তান নেয়,,এখনো দাদুর নামে সম্পতি রয়েছে । তবে জেঠুর অংশের মালিকানা কে পাবে একটু জানাবেন।

  • আমার বাবা-মা প্রায় ৯বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। মাঠের জমি বাবার নামে এবং বসতভিটা মার নামে পূর্বে ছিল। আমরা বাবা-মার ২জন পুত্র সন্তান। আমার ২টি নাবালক মেয়ে। আমার অবর্তমানে মেয়ে/স্ত্রী কি আমার পৈতৃকসম্পত্তি পাবে?

  • আসার দুই কন্যা। তাদের বিবাহ দিয়েছি। কন্যাদের একটি করে কন্যা সন্তান হয়েছে। আমি এখন কন্যাদের জমি প্রদান করতে ইচ্ছুক। কি ধরনের দলিল করলে টেকসই হবে।

  • যদি( ক) মারা যাবার আগে তার স্ত্রী (খ) মারা যায় এবং ছেলে( গ) বিবাহিত অবস্হায় ক এর পূর্বে মারা যায় এবং গ এর স্ত্রী ঘ নতুন করে বিয়ে করে ফলে গ এর কন্যা (ক এর নাতনি) (ঙ) এবং ক এর বিবাহিত দুই কন্যা( চ) এবং (ছ) এই তিন জনের মধ্যে কারা কতটুকু সম্পওি পাবে?

  • বাবা মৃত:::::স্ত্রী জীবিত:
    আমার বাবার তিন সন্তান৷তিন সন্তানের মধ্যে এক সন্তান মারা গেছে৷যার এক পুত্র আছে৷এখন পশ্ন হচ্ছে মৃত বাবার জমির পরিমাণ 18 বিঘা হলে কে কতটুকু জমি পাবে৷ দয়া করে বলুন৷

  • আমরা তিন ভাই এক বোন আমার বাবার জমি বিক্রি করবো তবে আমার একভাই ও এক বোন এখনো নাবালক আমার বাবা মৃত
    এক্ষেত্রে কি কি কাগজপত্র ও কোথায় থেকে সংগ্রহ করতে এসকল বিষয় জানালে উপকৃত হতাম

  • আমার ঠাকুরমা মারা গেছেন, তার একমাত্র ছেলে আমার বাবা ছিলেন এবং কোনো মেয়েও ছিলো না, আমার ঠাকুরদাও আগে মারা গেছেন। তার এক দাদা জীবিত আছে, এখন আমার প্রশ্ন হলো ঠাকুরমার অংশ টা কি আমি সব পাবো, না তার দাদাও পাবেন।

  • আমরা ১ ভাই দুই বোন। বোনেদের বিয়ে হয়ে গেছে। আমাদের বাড়ীটি মায়ের নামে আছে। যদি উইল না করে যান, তবে মৃত্যুর পরে বাড়ির ভাগ কি আমার বোনেরাও পাবে হিন্দু আইনে?

  • আমি জমি ক্রয় করেছি হিন্দু মহিলা থেকে সে নাবালক পুত্র পক্ষে বিক্রয় করেন ১৯৭২ সালে এখন আর এস রেকটে তার ছেলের নাম তার ছেলে ২০১৫সালে রেকড বলে আরেক মালিকের কাছে বিক্রয় করেন এবং সে নামজারি ও করে ফেলেন এখন আমি কি করতে পারি? জায়গার মুল মলিক কে? মহিলা টি ছেলে যা পাইবে তার বেশি বিক্রয় করেছেন এটা কি ঠিক হবে?

  • আমার বাবার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমার মার নামে করা আমার মা মারা গেলে আমরা ২ ভাই কি সম্পত্তি র কত টুকু পাব। কিংবা পাব কি না নাকি আমার ৩ বুন পাবে?

    • আপনার মা মারা যাওয়ার সময় আপনারা দুই ভাই বেচে থাকলে সব সম্পত্তি দুই ভাই পাবেন, বোন পাবেন না।

  • আমার দাদু ( মারা গেছে) প্রথমে এক বিয়া করে, প্রথম পকের ৩ ছেলে ৩ মেয়ে। ৩ মেয়ের বিয়া হয়েছে, ও ছেলেদের বিয়া হয়েছে, ৩ ছেলেদের একটি মাত্র ছেলে আছে এবং প্রথম বউ মারা গেলে পরে আর একটা বিয়া করে সেই পকের ৩ মেয়ে ১ ছেলে ।দ্বাটিও পকের যে ১ টি ছেলে ছিলো সে মারা যাই, দ্বাটিও পকের মেয়ের বিয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হোল দ্বাটিও পকের বউএর নামে যে সম্পতি আছে , তিনি মারা জাবার সময় কোন ছেলে বা মেয়ে কে দিয়া যাই নাই। সেই সম্পতির মালিক কে হবে। হিন্দু আইনে কে পাবে।

  • আমার বাবা আমার দাদা জীবিত থাকা কালিন ধর্মান্তরিত হয়েছিল।এখনও আমার দাদার নামে সমস্ত সম্পত্তি রয়েছে।আমার দাদা মৃত্যুবরন করেছেন আজথেকে ৬ বছর আগে।আমার ৫জন পিসি আছেন।অন্যদিকে আমার বাবা ধর্মান্তরিত হওয়ার পর আরেকটা সংসার করে। ঐ সংসারে তার ১জন ছেলে আছে।কিন্তু পরে তিনি ঐ সংসারও করেননি।ফকির হয়েছিলেন।বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতেন।গত চার মাস আগে তিনিও মৃত্যুবরন করেন।আমরা চারভাই।আমার দাদা,দাদীর পিন্ডদানও আমরা করেছি।এখন আমার দাদার সম্পত্তি কে পাবে।আমরা চারভাই আর আমাদের মা এখনও ভোগ দখলে আছি,আমার দাদার সম্পত্তিতে

  • আমার বাবারা চার ভাই তারমধ্যে এক মানে ছোট কাকা মারা গিয়াছে। প্রায় ২ বছর আগে। তাহার দুই কন্যা আর স্রী রেখে সে মারা গিয়াছে। কাকার বড় মেয়ে বিবহিত আর ছোট মেয়ে অবিবাহিত। বড় মেয়ের ঘরে দুই ছেলে আছে। দুই ছেলের বয়স খুবই অল্প। এখন আমার প্রশ্ন হলোঃ স্যার এদের মধ্যে কে হিন্দু আইনে সম্পওির উওরাধিকার হবো। আমার কাকী মানে তাহার স্রী বা কন্যা কী উওরাধিকার হবে স্যার??

  • ধরমান্তরিত সন্তান অধিকার পাবে না, এই ধারাটা কথায় এবং কত নম্বার বলবেন দয়া করে।

  • আমার দাদার সম্পত্তির উত্তরাধিকার আমার বাবা, কাকারা। কিন্তু দুঃখের ব্যাপারটা হলো বাবা কাকারা অশিক্ষিত হওয়ায়, তাদের বাবার জায়গা জমি কোন দাগে কি পরিমান ছিল তারা তা জানে না এবং তারা অজ্ঞতার কারনে কোন দাগ থেকে কি পরিমান জমি বিক্রি করেছে বা করে নাই তারা তা জানে না। সবশেষে যারা ঐ সব দাগের জমি ভোগ করতেছেন বা তাদের দখলে আছে তারা বলেছেন যে ঐ সব দাগের জমি আমার বাবা ও কাকারা কিছুটা জেনে বা না যেনে বিক্রি করেছেন বলে দাবি করতেছে। জমি সংক্রান্ত এইসব ঝামেলা না বুঝে বাবা কাকারা মামলা করলে, ঔ দখলদারি রা বলেছেন যে তোদের যে বাকি জায়গা গুলা আছে তোদের মার নামে লিখে দিতে। বাবা কাকারা ঐ সব জায়গাগুলো তাদের মার নামে আদো লিখে দিয়েছে কি না তা তারা সঠিকভাবে বলতে পারে না। ঐ দখলদারি রা বলতেছে যে অবশিষ্ট জায়গা গুলো বাবা কাকার মার কাছ থেকে মানে আমার দিদার কাছ থেকে লিখ নেয়। উপরোক্ত ঘটনার আলোকে একজন উত্তরাধিকার হিসাবে জানতে চাই, ১। আমার দাদার জায়গা জমিগুলো কোন দাগে কি পরিমান ছিল? ২। আমার বাবা কাকারা কি পরিমান জায়গা জমি বিক্রি করেছেন তাহার বিবরণ? ৩। ঔসব জমির চেইন অব ডকুমেন্ট কিভাবে পেতে পারি?

  • আমি যখন নাবালক তখন আমার সব সম্পত্তি আমার মায়ের কাছথেকে মানুষ লিখে নিয়ে আমাকে গ্রাম ছাড়া করে। এখন ৪০ বছর পর আমি কি এই সম্পত্তি পাব।

  • Amar Nana o Nani mara gecen. tader kono Son nei but 4 Daughter Acen Sobai bibahito. Meyeder sobar chele o Meye ace. Ekhon amr Nanar Sompotti k k pabe. Plz give me Ans.

  • মায়ের কবলাকৃত জমি কী পুত্রগণ পাবে না কী কন্যাগন পাবে??

    • পূত্র ও কন্যা উভয়ে পাবে। কন্যা যা পাবে, পূত্র তার দ্বিগুন পাবে।

  • যদি কোন হিন্দু মহিলা জমি ক্রয় করে এবং দুই পুত্র দুই কন্যা ও স্বামী রেখে মারা যান তবে ৯৫ শতক জমির বন্টন কেমন হবে??? আর পুত্র কী মায়ের কবলাকৃত জমির অংশ পাবে না সুধু কন্যাগন পাবে?? বিস্তারিত জানালে উপকৃত হতাম,,

  • আমার দাদুর ৪ ছেলে, আমার বাবা বড়।দাদু এবং ছোট কাকা মারা গেছেন। ঠাকুরমা এবং ছোট কাকার স্ত্রী জীবিত আছেন, ছোট কাকার কোন সন্তান নেই; এক্ষেত্রে ছোট কাকার সম্পত্তি
    কিভাবে বন্টন হবে?

  • Amar baba kaka ra 4 vie … akhon er majahy 1 jon jodi iccha koray j ter jayga bechay india cholay jabay onno der na janiya… then ata atkano er jonno ki koronio…. ?? Jodi kau jano then please inform me with referance. ( Bangladesh Govt Rule)

  • আমার কোন ছেলে সন্তান নেই, একটি মাত্র কন্যা সন্তান আছে। আমার মৃত্যুতে আমার সম্পদ কে পাবে ?

  • কমলাকান্ত চাঁর মে‌য়ে এবং এক স্ত্রী রেখে মারা যান
    ২ মে‌য়ে বিবা‌হিত
    ২ মে‌য়ে অবিবা‌হিত
    ‌কিছু সম্পদ বিক্রয় ক‌রে মে‌য়ে‌দের বিয়া দেন মৃ‌তের স্ত্রী ,
    তার সম্পদ ভাগাভা‌গি হয়‌নি,

    কমলাকা‌ন্তের স্ত্রী মারা যাবার
    পর রে‌খে যান
    ‌কিছু সম্পদ আর
    ১‌ম মে‌য়ে জি‌বিত তার ১ ছে‌লে।
    ২য় মে‌য়ে জি‌বিত তার ২ ছে‌লে।
    ৩য় মে‌য়ে মৃত ২ছে‌লে (১ছে‌লে ইন্ড‌িয়ায়)।
    ৪র্থ মে‌য়ে জি‌বিত তার শুধু ২ মে‌য়ে।

    (হিন্দু আই‌নে )তার সম্প‌দ কে কত অংস পা‌বে?

  • কমলাকান্ত চাঁর মে‌য়ে এবং এক স্ত্রী রেখে মারা যান
    ২ মে‌য়ে বিবা‌হিত
    ২ মে‌য়ে অবিবা‌হিত
    ‌কিছু সম্পদ বিক্রয় ক‌রে মে‌য়ে‌দের বিয়া দেন মৃ‌তের স্ত্রী ,
    তার সম্পদ ভাগাভা‌গি হয়‌নি,

    কমলাকা‌ন্তের স্ত্রী মারা যাবার
    পর রে‌খে যান
    ‌কিছু সম্পদ আর
    ১‌ম মে‌য়ে জি‌বিত তার ১ ছে‌লে।
    ২য় মে‌য়ে জি‌বিত তার ২ ছে‌লে।
    ৩য় মে‌য়ে মৃত ২ছে‌লে (১ছে‌লে ইন্ড‌িয়ায়)।
    ৪র্থ মে‌য়ে জি‌বিত তার শুধু ২ মে‌য়ে অবিবাহিত।

    (হিন্দু আই‌নে )তার সম্প‌দ কে কত অংস পা‌বে?

  • বাবা জমি কিনে নিজের নামে।সেই জমি কিছুদিন পর মা কে লিখে দেন।বাবা ও মা দুইজন মৃত।আমি একা ও তিন বোন আছে।আমি যদি জমি টি বিক্রি করি।এবং দলিল করে দেই।সেই দলিল ঠিক হবে কি না।না কি বোনরা জমি জমি দাবি করলে সেই জমি পাবে।পরামর্শ দিলে খুব উপকার হত।

  • অামরাএক ভাইএক ব‌োন অামার ব‌োন
    ধর্মান্তর‌িত হয়‌েছে এখন অামার বাবার সম্পত‌ি ক‌ি অামার বোন ও পাব‌ে,

  • হিন্দু আইন অনুসারে বাবা বেচে থাকতে ছেলে মারা গেল কি সেই মৃত ব্যক্তির ছেলে জমি পাবে?? যদি একাধিক ভাই থাকে মৃত ব্যক্তি র

  • বিগত ১৯২২ ইংরেজিতে সিএস মুলে পাট্টা দলিলে সম্পত্তি ক্রয় করার পর আর এস জরিপে সিএস মালিকের নাম বহাল থেকে গেলে পাট্টা দলিল কি গ্রহনযোগ্যতা হারাবে?

  • অমি আমার পিতার একমাত্র কন্যা। আমি কি উত্তরাধিকার সূত্রে আমার পিতার সম্পত্তি পাবো? পিতা যদি আমার নামে সম্পত্তি না লিখে দেন, তাও কি আমি পাবো?

  • আমার মা হিন্দু আর এস রেকর্ড তার নামে ছিলো
    মা মারা যাওয়ার পরও আমরা
    2 ভাই
    2 বোন
    জমির পরিমান 50 শতাংশ
    দয়া করে বন্টন করে দেন কে কতো টুক সম্পত্তি পাবে?

  • আমার দাদুর কোন ছেলে নাই ৬ জন মেয়ে। দাদু দিদা মারা গেছে ১১০ শতাং জমি রেখে। আমার মা সবার ছোট মেয়ে তাই দিদা জীবিত থাকালীন আমার মা কে দিদার বাড়ি রেখে দাদু দিদা মারা যান। এখন আমরা ঐ জমির অংশ সবাই মানে ৬ জন সমান ভাগ করতে চাইছে কিন্তু ইউিনয়ন অফিস থেকে ওয়ারিশান সার্টিফিকেট দিচ্ছে না। এখন এই জমি ভাগ আর সবাই কি করব। plz help koren sir.

  • Amar Babar dui bou Mara gece.ami ekmatro chele sontan.ar 5 bon oi ghore.ami Amar mar ghore eka.kintu Amar baba sob sompotti oi mar name rakhce.tara dui Jon e mrito.ekhon se arek biye korce.ekhon tar shompotti ki hobe.

  • মৃত ব্যক্তির কন্যার কন্যার পুত্র সম্পত্তি দাবি করার কোনো অধিকার রাখে কি?

  • আমার দাদা মারা গেছেন২০১৮ সালের মে মাসে। আমার বাবা এবং আমার একজন কাকা আছেন। আমার দাদা জীবিত থাকতে আমার বাবা নিজের রোজগার দিয়ে বসত ঘর তৈরি করেছিলে। কিন্তু আমার কাকা ১৯৯৫ সাল থেকে পৃথক এখন ঘরের দাবিদার কি কাকা হবেন । বা ঘর কি কাকা পাওয়ার যোগ্য দয়া করে একটু বলবেন

    • আপনার দাদা জীবিত থাকা অবস্থায় আপনার দাদার জমিতে আপনার বাবার তৈরি বাড়িটি আপনার বাবার নামে দলিল রেজিস্ট্রি করে নেয়া উচিত ছিল, কিন্তু তা করেন নি। আপনার দাদার মৃত্যুর পর তার সকল সম্পদে তার ছেলেদের দাবী রয়েছে। তবে যেহেতু আপনার বাবার রোজগারে উক্ত বাড়ি নির্মিত হয়েছে, তাই উক্ত বাড়ি আপনার বাবা পাবে, এটাই যুক্তিযুক্ত। বোঝাপড়ার মাধ্যমে এভাবে সমাধান করুন।

      পুনরায় প্রশ্নের জন্য এখানে ক্লিক করে ফেসবুক গ্রুপে প্রশ্ন করুন।

  • আমাদের বাড়ির পাশে এক লোকের ২বিয়ে প্রথম পক্ষের ২ ছেলে রেখে ১ম স্ত্রী মারা যায় 2য় পক্ষের ১ছেলে সেই লোকের মৃত্যুর পর ২য় পক্ষের বৌ নানা মানুষের সাথে অপকর্ম করে বেড়ায় । এতে তার ছেলে ও তাতে সহযোগিতা করে কিছু টাকা হাতিয়ে ন্যায় । শোনা যায় সে নাকি এর ভেতর থেকে একজনকে বিয়েও করেছে।সম্পত্তি ভাগের সময় ২য় পক্ষের বৌ তার ছেলে কে সব সম্পত্তি লিখে দেবার পাঁয়তারা করে তবে এলাকার জনগণের চাপে তা পারেনাই তারপর তার নামে এক অংশ রেখে বাকি সব ভাগ করে দেয় । এক্ষেত্রে সে কি কোন অংশ পাবে?

  • হিন্দু আইনে স্বামী মারা গেছে তার কোনো পুত্র সন্তান নেই কন্যা আছেন।
    স্ত্রী জীবন সত্ত্ব ভোগ করা কালীন কি কাউকে দান অথবা বিক্রি করতে পারবে?
    ভবিষ্যতে কন্যার পুত্র দান করা অংশ কাটিয়ে নিতে পারবেন?

  • হিন্দু আইনে স্বামী মারা গেছে তার কোনো পুত্র সন্তান নেই কন্যা আছেন।
    স্ত্রী জীবন সত্ত্ব ভোগ করা কালীন কি কাউকে দান অথবা বিক্রি করতে পারবে?
    ভবিষ্যতে কন্যার পুত্র দান করা অংশ কাটিয়ে নিতে পারবেন? আমার মোবাই নাম্বার ০১৭৩৪০৯৮০৭৫

  • আমার বাপ কাকারা চার ভাই। আমার বাবা বড়। আর আমরা দুই বোন। মেজো কাকার দুই ছেলে। সেজো কাকার দুই মেয়ে। আর ছোট কাকা বিয়ে করেনি। এখন আমরা দুই বোন কি আমার বাবার সম্পত্তি পাবো????

  • আমার শ্বশুরের ২ বিয়ে প্রথম জন মারা গেছে। পরে যাকে বিয়ে করেছেন তার নামে সম্পত্তি লিখে দিয়েছেন। প্রথম পক্ষের ছেলে আমার বড় দ্বিতীয় পক্ষের কোনো ছেলে , মেয়ে নেই । কিন্তু আমার শ্বশুরের শালার ছেলে ওনাদের সঙ্গে থাকে । আমার দ্বিতীয় শাশুড়ি ওই ছেলেটার নাম এ সম্পত্তি যদী লিখে দেয় । তাহলে কী আমার স্বামী সম্পত্তি অধিকার পাবে না ? কীভাবে কী করবো please বলবেন

    • হস্তান্তর দলিলের মাধ্যমে সম্পত্তির নিরঙ্কুশ মালিকানা অর্জিত হয়। আপনার শাশুড়ি ঐ ছেলের কাছে তার প্রাপ্ত দলিলে উল্লিখিত সম্পত্তি হস্তান্তর করলে আপনার স্বামী সম্পত্তি হতে বঞ্চিত হবেন। আপনার শ্বশুরের রেখে যাওয়া অন্যান্য সম্পত্তি আপনার স্বামী পেতে পারেন।

  • আমরা হিন্দু আমার ঠাকুর দাদার দুই বিয়ে।প্রথম স্ত্রীর ২ ছেলে দ্বিতীয় স্ত্রীর ২ ছেলে ২মেয়ে।প্রথম স্ত্রীর ২ ছেলে একজন আমার বাবা একজন আমার জ্যাঠা।আমার জ্যাঠার কোনো ছেলে মেয়ে নেই।আমার জ্যাঠার স্ত্রী জীবিত আছেন।জ্যাঠা হঠাৎ মারা গেছেন। জ্যাঠা জীবিত থাকা কালীন ঠাকুরদাদার কাছ থেকে উত্তরাধিকারসুত্রে ১০ কাঠা সম্পত্তি পেয়েছেন বাকি সম্পদ জ্যাঠার ক্রয় করা সম্পত্তি।জ্যাঠা আর আমার বাবা একই সাথে থাকতেন এক মায়ের পেটের ভাই।আমি বাবার বড় ছেলে আমার সহোদর আর একজন ভাই আছে।আমরা সহোদর২ ভাই এবংআমার এক কাকাতো ভাই(ঠাকুর দাদার দ্বিতীয় স্ত্রীরছেলের ছেলে) আমার জ্যাঠার শ্রাদ্ধের কাজ করেছি। এখন আমার প্রশ্ন হলো আমার জ্যঠার সম্পত্তির মুল ওয়ারিস কে হবেন?আমার বাবা বেচে আছেন জ্যঠার স্ত্রীবেচে আছেন ।আমার ঠাকুর দাদার দ্বিতীয় স্ত্রীরছেলেরা মানে আমার কাকারা জ্যাঠার সম্পতি পাবেন কি না?
    বিদ্র…আমার বাবা জ্যাঠা একই মায়ের পেটের ভাই কাকারা দ্বিতীয়মায়ের পেটের ভাই মানে ষত ভাই।

  • আমার সশুরের কোনো ছেলে নাই, কিনতু তার ভাইযের ছেলে আছে, আমার শাশুরি বেছে আছে,আমার ছেলে আছে,সমপওির মালিক কে হবে,দযা করে জানাবেন কি,আপনার পরামশের্ জন্য মোবাইল নামবার দেওযা যাবে কি

  • Hindu ain e pitar aghe jodi putro mara jai saikhatre putror warish (wife, son) ki kono sompottir dabi korte parbe?

  • হিন্দু আইনে স্বামী মারা গেছে তার কোনো পুত্র সন্তান নেই কন্যা আছেন।
    স্ত্রী জীবন সত্ত্ব ভোগ করা কালীন কি কাউকে দান অথবা বিক্রি করতে পারবে?

    • সীমিত শর্তে বিক্রি করতে পারবে। ওয়েবসাইটের লেখাগুলো ভাল ভাবে পড়ুন।

  • Amar samir dui vai.amr sosur tar paitrik sompotti sob AMR vasurer name likhe Dita chai ?AMR Samir ki kno level right nai?

  • আমার বাবা-কাকা পাচ ভাই। আমার দাদা অনেক পূর্বেই গত হয়েছেন। তারপর, আজথেকে প্রায় ০৫ বছর আগে পাচ ভাইয়ের মধ্যে সবার বড়জন গত হয়েছেন। তাদের মা গত ০১ বছর আগে গত হয়েছেন। তাদের মা্যের নামের সম্পত্তি তার যে সন্তান তার আগে মারা গেছে তার ছেলেরা(নাতিরা) দাবি করতে পারে কি?

  • জন্মসূত্রে বাংলাদেশী কেউ ভারতীয় আধার কার্ড গোপনে গ্রহণ করলে,( প্রমানসাপেক্ষে) তিনি বাংলাদেশে তার পৈতৃক সম্পত্তির মালিক থাকেন কি? না থাকলে, তার ভাগের সম্পত্তি কার অধিকারে যাবে – সরকারের না কি তার ভাই এর অধিকারে (যিনি ৪০ ঊর্ধ্ব বছর যাবত উক্ত সম্পত্তির দখলস্বত্ব ভোগ করছেন)?

  • আমরা এক ভাই, দুই বোন। বোনদের বিবাহ হয়ে গেছে। বাবা -মা জীবিত। সম্পত্তি মায়ের নামে (অযোতুক)। মায়ের মৃত্যুর পর সম্পত্তির বন্টনে কে কে পাবে (হিন্দু আইনে)।

  • আমার নানা পুত্রহিন ১৯৮১ সনে বাংলাদেশে তার জমি ভারতীয় একজনের নিকট বিনিময় দলিল করেছেন। কিন্তু জমি এখন পর্যন্ত কোন খারিজ, খাজনা, হয় নাই তো আমি কি সে জমি পাবো কি,না।

    • আপনার নানার প্রাপ্ত জমির অংশ অন্য কোন সমস্যা বা অন্য আপনার পূর্বের অন্য কোন ওয়ারিশ না থাকলে উত্তরাধীকারী হিসেবে পাবেন। দ্রুত ভূমি অফিসে নামজারির আবেদন করুন।

  • আমি আমার পিতার একমাত্র সন্তান ও এক মাত্র ওয়ারিশ কিন্তু আমার পিতার সকল সম্পত্তি অন্যায় ভাবে অবৈধ ভাবে আমার পিসি লিখে নিয়েছে ও আমায় সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আমার বাবা মারা গেছে আমার বয়স ২৩ বছর। এ অবস্থায় আমি কি করতে পারি।

  • মাননীয় ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত জটিলতা হিন্দু সম্পত্তির বাপ দাদার সম্পদ গুলো ছেলে এবং মেয়ে উভয়ের সমান অধিকারের গেজেট নতুন আইন পাশ কার্যকর কবে থেকে চালু করবেন ?
    প্লিজ অনুগ্রহ করে আমাকে সঠিক তথ্যটাই দিন 🙏😥

error: Content is protected !!