মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম

মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

মুসলিম উত্তরাধিকার আইন কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের উপর প্রতিষ্ঠিত। এ চার বিধান অনুযায়ী মৃত ব্যক্তির সম্পদ বণ্টন করা ফারায়েজ বলে।

সুন্নি মুসলমানগণের সম্পত্তির উত্তরাধিকার, হানাফি আইন দ্বারা পরিচালিত বিধায় নিম্নে হানাফী আইনের উত্তরাধিকার উল্লেখ করা হলঃ

মৃত ব্যক্তির দাফন-কাফন খরচ পরিচালনা, ঋণ থাকলে তা পরিশোধ করা, কারো অনুকূলে সম্পত্তি উইল বা অছিয়ত করে থাকলে সে ব্যক্তিকে সম্পত্তি প্রদানের পর যে সম্পত্তি বাকী থাকবে, তা জীবিত উত্তরাধিকারদের মধ্যে নিম্নের পদ্ধতি অনুযায়ী বণ্টিত হবে।
প্রাথমিক উত্তরাধিকারী ৬ জন, যারা কখনো সম্পত্তি প্রাপ্তি হতে বঞ্চিত হয় না। যথা- (১) পিতা (২) মাতা (৩) স্বামী (৪) স্ত্রী (৫) পুত্র (৬) কন্যা। এই ৬ জন উত্তরাধিকারী নিম্নলিখিত ভাবে সম্পত্তি পাবে-

পিতাঃ মৃত ব্যক্তির সম্পদের উপর তাঁর পিতা ৩ (তিন) প্রকারে সম্পদ পাবেন, যথা-

  •  মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র কিংবা পুত্রের পুত্রের পুত্র এভাবে যত নিচেই হোক না কেন যদি থাকে, তবে মৃত ব্যক্তির পিতা পাবেন সম্পদের ছয় ভাগের এক ভাগ (১/৬)।
  • মৃত ব্যক্তির কোন পুত্র, পুত্রের পুত্র কিংবা পুত্রের পুত্রের পুত্র এভাবে যত নিচেই হোক যদি না থাকে, কেবল কন্যা থাকে; তবে মৃত ব্যক্তির পিতা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন এবং কন্যাদের ও অন্যান্যদের দেয়ার পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাও পাবেন। 
  • যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে, তবে মৃত ব্যক্তির বাকী অংশীদারদের দেয়ার পর অবশিষ্ট সকল সম্পত্তি পিতা পাবেন।
  • মৃত ব্যক্তির পিতা জীবিত না থাকলে কিংবা কোন সন্তান না থাকলে, তবে তাঁর জীবিত ভাই-বোন সম্পত্তি পাবে, ভাই না থাকলে ভাইয়ের সন্তান সম্পত্তি পাবে। 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

মাতাঃ মৃত ব্যক্তির মাতা ৩ (তিন) ভাবে সম্পদ পাবেন, যথা-

  • যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তানাদি, যত নিম্নেরই হউক, থাকে অথবা যদি পূর্ণ, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই বা বোন থাকে; তবে মাতা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন।
  • যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের সন্তানাদি, যত নিম্নের হউক না থাকে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে; তবে মাতা তিন ভাগের এক ভাগ (১/৩) পাবেন। 
  • যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের সন্তানাদি, যত নিম্নের হউক না থাকে অথবা কমপক্ষে দুইজন ভাইবোন না থাকে এবং যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী অংশ দেয়ার পর যা অবশিষ্ট থাকবে তার তিন ভাগের এক ভাগ ( ১/৩) মাতা পাবেন।

স্বামীঃ স্বামী ২ (দুই) ভাবে মৃত স্ত্রীর সম্পত্তি পাবে, যথা-

  • যদি মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকে তবে স্বামী পাবে এক চতুর্থাংশ।
  • যদি মৃত ব্যক্তির সন্তান-সন্ততি না থাকে তবে স্বামী পাবে অর্ধেক সম্পত্তি।

স্ত্রীঃ স্ত্রী, মৃত স্বামীর সম্পত্তি ২ (দুই) ভাবে পাবে, যথা-

  • যদি মৃত ব্যক্তির এবং তাঁর স্ত্রীর সন্তান বা পুত্রের সন্তান থাকে তবে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ (১/৮) পাবেন।
  • যদি মৃত ব্যক্তি এবং তাঁর স্ত্রীর সংসারে কোন সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ (১/৪) পাবেন।

পুত্রঃ পুত্র সকল ক্ষেত্রেই মৃত ব্যক্তির সম্পদ পেয়ে থাকে। এছাড়া, মৃত ব্যক্তির সম্পত্তি সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ পুত্র-কন্যারা পাবে। এক্ষেত্রে পুত্র যে পরিমান সম্পত্তি পাবে, কন্যা তার অর্ধেক পরিমাণ পাবে। তবে যদি কন্যা না থাকে, বাকী সম্পত্তি সম্পূর্ণ অংশ পুত্র পাবে।


কন্যাঃ মৃতের কন্যা ৩ (তিন) নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে, যথা-

  • যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে, তবে সে সম্পদের দুইভাগের একভাগ (১/২) পাবে।
  • যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে, তবে সব কন্যা একত্রে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে।
  • যদি মৃত ব্যক্তির পুত্র-কন্যা উভয়েই থাকে, তবে পুত্র যে পরিমাণ সম্পত্তি পাবে, কন্যা তাঁর অর্ধেক পাবে।

দাদাঃ পিতার পিতা অর্থাৎ পিতামহ বা এর যত উপরে হোক না কেন, নিম্নলিখিত ভাবে মৃতের সম্পত্তি পাবে-

  • মৃতের পিতা জীবিত থাকলে দাদা সম্পত্তি পাবে না।
  • মৃতের পুত্র বা পুত্রের পুত্র থাকলে দাদা মোট সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
  • মৃতের পুত্র সন্তান না থাকলে বা পুত্রের সন্তান (এভাবে নিচের দিকে) শুধু কন্যা হলে কন্যা সন্তানের সংগে দাদা মোট সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে এবং কন্যা বা পুত্রের কন্যাদের অংশ প্রদানের পর যা বাকী থাকবে, দাদা আসাবা হিসেবে তাও পাবে।
  • মৃতের কোন সন্তান বা সন্তানের সন্তান (এভাবে নিচের দিকে) না থাকলে, অন্যান্যদের দেওয়ার পর দাদা আসাবা হিসেবে বাকী সমুদয় সম্পত্তি পাবে।

নানী ও দাদীঃ প্রকৃত নানী ও দাদী (যত উপরেই হোক)

  • নানী বা দাদীগণ মৃতের সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
  • মৃতের পিতা বা মাতা জীবিত থাকলে নানী বা দাদীগণ কোন সম্পত্তি পাবে না।

পুত্রের কন্যাঃ পুত্রের কন্যা বা পুত্রের পুত্রের কন্যার অবস্থা (এভাবে যত নিচেই হোক) নিম্নলিখিত ধরনের হবে-

  • মৃত ব্যক্তির কন্যা থাকলে, পুত্রের কন্যা কোন সম্পত্তি পাবে না।
  • মৃত ব্যক্তির একাধিক কন্যা জীবিত থাকলে, পুত্রের কন্যাগণ কোন সম্পত্তি পাবে না।
  • মৃত ব্যক্তির একটি মাত্র কন্যা থাকলে মৃত পুত্রের কন্যাগণ (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
  • পুত্রের কন্যা একজন হলে সম্পত্তির দুই ভাগের একভাগ পাবে।
  • পুত্রের কন্যার সংখ্যা একাধিক হলে সকলে মিলে সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে।
  • মৃত ব্যক্তির পুত্রের পুত্র বা তার পুত্র (যত নিচে হোক) থাকলে, পুত্রের কন্যাগণ পুত্রের সাথে আসাবা হিসেবে সম্পত্তি প্রাপ্ত হবে এবং কন্যা, পুত্রের অর্ধেক সম্পত্তি পাবে।

বৈপিত্রেয় ভাইঃ বৈপিত্রেয় ভাই তিন ভাবে মৃতের সম্পত্তি পাবে, যথা-

  • একজন হলে (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।
  • দুই বা ততোধিক হলে (১/৩) তিন ভাগের এক ভাগ পাবে।
  • মৃতের সন্তান বা পুত্রের সন্তান (এভাবে যত নিচে হোক), পিতা বা দাদা জীবিত থাকলে বৈপিত্রেয় বা বৈমাত্রেয় ভাই বা বোন কোন সম্পত্তি পাবে না।

মুসলিম ফারায়েজ আইনের আরও কিছু দিক নিম্নে তুলে ধরা হলঃ

নিকটবর্তী ওয়ারিশের কারণে দূরবর্তী ওয়ারিশ সম্পত্তি পাবে না। যেমন-পিতা থাকলে, দাদা সম্পত্তি পাবে না।


মৃত্যুকালে যার দ্বারা সম্পর্কযুক্ত, তিনি বেঁচে থাকলে পরবর্তী সম্পর্কযুক্ত ব্যক্তি সম্পত্তি পাবে না। যেমন- ভাই বেঁচে থাকলে, ভাইয়ের পুত্র সম্পত্তি পাবে না।


মৃত ব্যক্তির পিতাকে ১/৬ অংশ, মাতাকে ১/৬ অংশ, স্ত্রীকে ১/৮ অংশ দেবার পর বাকী সম্পত্তি পুত্র-কন্যা পাবে।


মৃত ব্যক্তির কোন পুত্র না থাকলে স্ত্রীকে ১/৮ অংশ, কন্যাকে ১/২ অংশ, মাতাকে ১/৬ অংশ দেওয়ার পর বাকী অংশ পিতা পাবে। পিতা না থাকলে সেই অংশ ভাই-বোনেরা পাবে।


স্বামী/স্ত্রী বেঁচে থাকলে স্বামী/স্ত্রীর অংশ দেওয়ার পর মাতা অবশিষ্ট সম্পত্তির (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।


পুত্র বা পিতার বর্তমানে ভাই/বোন ওয়ারিশ হয় না ।


স্বামী-স্ত্রী, পিতা-মাতা, পুত্র-কন্যা বা ভাই-বোন না থাকলে দূরবর্তী আত্মীয়গণ সম্পত্তি পাবে।


মৃত ব্যক্তি নিঃসন্তান হলে পিতা (২/৩) তিন ভাগের দুই ভাগ, মাতা (১/৩) তিন ভাগের এক ভাগ পাবে।


পিতা, মাতা ও সন্তান না থাকলে বোন (১/২) অর্ধেক পাবে। বোন একাধিক হলে (২/৩) তিন ভাগের দুই ভাগ পাবে, ভাই ও বোন উভয়ই থাকলে ভাই বোনের দ্বিগুন পাবে।


নিঃসন্তান বোনের সম্পত্তি ভাই পাবে।


লিঙ্গ নির্ধারনে সমস্যা রয়েছে, এমন সন্তানকে মেয়ে হিসেবে গণ্য করে সম্পদ বন্টন করতে হবে।


গর্ভস্থ সন্তানকে জীবিত হিসেবে গণ্য করে উত্তরাধিকার নির্ধারিত হবে। গর্ভস্থ সন্তানকে পুত্র গণ্য করে অথবা তার জন্মের পর সম্পদ বন্টন করতে হবে।


মৃত ব্যক্তির দেনা থাকলে, প্রাপ্য সম্পত্তির আনুপাতিক হারে ওয়ারিশদেরকে দেনা পরিশোধ করতে হবে।


মৃতের পিতা, পুত্র বা পৌত্র (পুত্রের পুত্র) থাকলে বোন সম্পত্তি পাবে না।


যার সম্পত্তি বন্টন হচ্ছে, তার মৃত্যুর পূর্বে তার কোন পুত্র বা কন্যা মারা গেলে, মৃত পুত্র বা কন্যার কোন সন্তান বর্তমান থাকলে, সে সন্তান ঐ পরিমাণ সম্পত্তি পাবে, যা তার  পিতা বা মাতা জীবিত থাকলে পেত।


সহোদর ভাই, বৈমাত্রেয় ভাইয়ের আগে ওয়ারিশ হবে।


কন্যা পিতার সম্পত্তির ন্যায় মায়ের সম্পত্তিতে অংশ পাবে।


মৃত ব্যক্তির পুত্র, কন্যা, পৌত্র (পুত্রের পুত্র) অথবা দাদা বর্তমান থাকলে বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই-বোন কোন সম্পত্তি পাবে না।


কোন উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত হবে, যদি সে-

  1. যার সম্পত্তি তাকে হত্যা করে
  2. ভিন্ন ধর্ম গ্রহণ করে।

পিতা ও মাতা না থাকলে, নানী (মাতার মাতা) ও দাদী (পিতার মাতা) থাকলে, উভয়ে একত্রে (১/৬) ছয় ভাগের এক ভাগ পাবে।


আসাবা বা অবশিষ্টাংশ প্রাপকঃ

মুসলিম আইন অনুযায়ী অংশীদারগনের মধ্যে সম্পত্তি বন্টনের পর যে সকল ব্যক্তি ওয়ারিশ হিসেবে অবশিষ্টাংশ সম্পত্তি পান, তাদেরকে আসাবা বা অবশিষ্টাংশ প্রাপক বলে।

মোট ৭ শ্রেণীর ব্যক্তি আসাবা হিসেবে অবশিষ্টাংশ সম্পত্তি পেয়ে থাকেন। নিম্নে এদের তালিকা দেয়া হল-

  • পুত্র, পুত্রের পুত্র. এভাবে নিচের দিকে
  • পিতা
  • দাদা, দাদার দাদা. এভাবে ঊর্ধে
  • সহদর ভাই বা তার পুত্র.এভাবে নিচের দিকে
  • বৈমাত্রেয় ভাই বা তার পুত্র.এভাবে নিচের দিকে
  • আপন চাচা বা তার পুত্র.এভাবে নিচের দিকে
  • বৈমাত্রেয় চাচা বা তার পুত্র. এভাবে নিচের দিকে।

উত্তরাধিকারীর সম্পত্তির অংশের আউল বা বৃদ্ধি নীতিঃ 

কোন সম্পত্তির নির্দিষ্ট ওয়ারিশদের প্রাপ্য অংশের যোগফল যদি মোট সম্পত্তির অধিক হয়, তবে প্রত্যেকের অংশ হারা-হারি ভাবে হ্রাস করে সম্পুর্ন সম্পত্তি বন্টন করতে হয়। এভাবে সম্পত্তি বন্টনের প্রক্রিয়াকে আউল বা বৃদ্ধি বলে।

উত্তরাধিকারীর সম্পত্তির অংশের রদ বা হ্রাস নীতিঃ 

কোন সম্পত্তিতে যদি মৃত ব্যক্তির আসাবা ওয়ারিশ না থাকে এবং নির্দিষ্ট ওয়ারিশদের প্রাপ্য অংশের যোগফল যদি মোট সম্পত্তি হতে কম হয়, তবে প্রত্যেকের অংশ হারা-হারি ভাবে বৃদ্ধি করে সম্পুর্ন সম্পত্তি বন্টন করা হয়। এভাবে সম্পত্তি বন্টনের প্রক্রিয়াকে রদ বা হ্রাস বলে।

কতিপয় ভুল ধারনাঃ-

১। স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে সে মৃত স্বামীর সম্পত্তি পাবে না, এটা ভুল ধারণ। অথবা স্ত্রীর মৃত্যুর পর স্বামী দ্বিতীয় বিয়ে করলে বিপত্মীক স্বামী মৃত স্ত্রীর কোন সম্পত্তি পাবে না, এটাও ভুল ধারনা। প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী সর্বাবস্থায় একে অপরের মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী হবেন। 

২। মায়ের মৃত্যুর পর তার সম্পত্তি মেয়েরা বেশি পাবেন, এটি পুরোপুরি ভুল ধারনা। সর্বাবস্থায় সমপর্যায়ের পুরুষ সমপর্যায়ের নারীর দ্বিগুণ সম্পত্তি পাবেন। পবিত্র কুরআনের সূরা নিসার ১১ নং আয়াতে বলা হয়েছে যে, প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে।

১৯৬১ সালের পূর্বে পিতা জীবিত থাকা অবস্থায় পূত্র মৃতবরণ করলে মৃত পূত্রের পূত্র অর্থাৎ জীবিত ব্যক্তির নাতি কোন সম্পত্তি পেত না। কিন্তু ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ৪ নম্বর ধারা অনুসারে এক্ষেত্রে মৃত ব্যক্তির জীবিত সন্তান ঐ পরিমাণ সম্পত্তি পারে, তার পিতা বা মাতা জীবিত থাকলে যে পরিমাণ পেত।

[4. Succession: In the event of the death of any son or daughter of the propositus before the opening of succession, the children of such son or daughter, if any, living at the time the succession opens, shall per stirpes receive a share equivalent to the share which such son or daughter, as the case may be, would have received if alive. (The Muslim Family Law Ordinance- 1961)]

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

150 comments

  • It’s a shame you don’t have a donate button! I’d without a doubt donate to
    this excellent blog! I suppose for now i’ll settle for bookmarking
    and adding your RSS feed to my Google account. I look forward to new updates and will talk about this blog with my Facebook group.
    Talk soon!

  • Sir Amar Baba Mara gese .tar uttoradikar sutre amra 2bai 1 Bon asi & Amar ma ase. akhon babar shompotti amader name neoar jonno ki korte Hobe. Amar Baba waris sutre jomi paye cilen.

    • আপনার মা, ভাই, বোন মিলে রেজিস্ট্রি অফিসে গিয়ে একজন সনদপ্রাপ্ত দলিল লেখকের সহযোগিতায় একটা বন্টননামা দলিল রেজিস্ট্রি করুন। এরপর নিজেদের নামে মিউটেশন/নামজারি/খারিজ করে নিন। নিয়মিয় ভূমি উন্নয়ন কর (খাজনা) দিন। এভাবে আপনার মৃত বাবার জমি আপনাদের নামে হবে।

    • উত্তরাধিকার সুত্রে নাহ, নিজের ক্রয়কৃত সম্পত্তি রেখে মারা যাওয়া ব্যক্তির সম্পদের বন্টন কীভাবে হবে ?
      উল্লেখ্য, মৃত ব্যক্তির কোন পুত্র সন্তান ও পিতা-মাতা জীবিত নেই।
      মৃত ব্যক্তির ১ স্ত্রী, ২ মেয়ে এবং ভাই-বোন আছে।
      “আমি শুনেছি- মৃত ব্যক্তির ক্রয়কৃত সম্পত্তির উপর ভাই-বোনের হক নেই, অর্থাৎ পৈতৃক সম্পত্তির উপরে হক আছে কিন্তু কেনা সম্পত্তির উপর নেই।” – কথাটি কতটুকু সঠিক !

      • ক্রয়কৃত হোক আর পৈত্রিক সূত্রে হোক, মৃতের সম্পত্তি একই নিয়মে বন্টন হবে। আপনি যা শুনেছেন তা সঠিক নয়।

  • আমার বাবা মারা গেছেন । তার সম্পত্তির উত্তরাদিকার আমরা ২ ভাই ও ১ বোন আর মা আছে। এখন এই সম্পত্তি আমাদের মধ্যে বণ্টন করার জন্য কি করতে হবে। আমার বাবা ওয়ারিশসুত্রে জমি পেয়ে ছিলেন।

    • আপনাদের মোট সম্পত্তিকে প্রথমে ৮ ভাগ করুন। আপনার মা ১ ভাগ পাবে। বাকী সম্পত্তিকে আবার ৫ ভাগ করুন। আপনি ২ ভাগ, আপনার ভাই ২ ভাগ এবং আপনার বোন ১ ভাগ পাবে। এটা পরিমাণের দিক থেকে ভাগ হলো। এবার আপনার মা, ভাই এবং বোনের সাথে আলোচনায় বসে কে, কোন দাগের, কোন দিকের জমির অংশ নেবে তা ঠিক করুন। সেভাবে একজন দলিল লেখকের সহযোগিতায় “বন্টননামা দলিল” তৈরি করে ভাল ভাবে পড়ে দেখুন সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনাদের রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করুন।

    • পরিবারের মোট সদস্য সংখ্যা ৫ জন। পিতা, মাতা, ২ ভাই এবং ১ বোন। মোট সম্পত্তি এখনও বন্টন করা হয়নি। এমতাবস্থায় ২ ভাইয়ের ১জনের যদি মৃত্যু হয়, তবে মৃত ব্যক্তির স্ত্রী ও একমাত্র পুত্র কি পরিমান সম্পদ পাবে। উল্লেখ্য পরিবারের মোট ৬৬০ শতাংশ ভুমি এবং ১টি ৪তলা ভরন রয়েছে। অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।

    • স্যার আমার দাদা মারা যাবার পর আমার বাবা ও ৩ চাচার মাঝে জমি বন্টন হয়। ভাগের সময় আমার বাবার অংশে প্রধান সড়কের পাশের একটা জমি পরে। ওই জমির বাজার দর বেশি হওয়ার ফলে আমার বাবা অন্যান্য জমিতে আর অংশ পান নি। বাকি ৩ চাচার মাঝে অন্যান্য জমি বন্টন হয়। কিন্তু এখন আমাদের এলাকায় চার লেন রাস্তার কাজ ধরসে সরকার। সরকারের সড়ক বিভাগের লোকজন এসে সারভে করে বলে যে আমার বাবার ভাগে যেই জমি সেটা সরকারি একোয়ারভুক্ত জমি। আর এই একোয়ার হয়েছে আমার বাবার দাদার আমলে।এখন স্যার আমার বাবার অংশ যদি একোয়ারে চলে যায় আমার বাবা কি আমার চাচাদের কাছ থেকে কোন অংশ পাবে?? বাবা আর চাচাদের রেজিস্ট্রি বন্টন নামা অনুযায়ী হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার অংশের জমি যদি অনেক আগেই সরকারি একোয়ারভুক্ত হয়ে থাকে তাহলে এই বন্টন কি শুদ্ধ?? আমার বাবা কি এখন আর কোন অংশ পাবে না?? দয়া করে আমাকে একটু জানাবেন স্যার।

  • আমার বাবা মারা গেছেন । তার সম্পত্তির উত্তরাদিকার আমরা ১ ভাই ও ৩ বোন আর মা আছে । এবং ৩ বোন এর মধ্যে ১ বোন মারা গেছে তার ৩ মেয়ে ২ ছেলে ও স্বামী আছে । তাদের মধ্যে ২ ছেলের বয়স ১৫ এর কম । সম্পদ এখনও বাবার নামে আছে । এখন কীভাবে তাদের মধ্যে সম্পদ ভাগ করব ।

  • আমরা ৪বোন ৩ভাই ।২ভাই মারা গেছেন শিশু অবস্হায আর বড় ভাই মারা গেছেন ১৯৮৭সালে তখন উনার বয়স ছিল ২১বছর ।আমার পিতা মারাগেছেন ১৯৯৮সালে।আমার চাচারা মারা গেছেন আরো আগে ।আমার মা বেঁচে আছেন।এক্ষেএে চাচাতোভাইরা কি সমপতীর মালিক হবে।

  • আমার ভাই একজন নিরুদ্দেশ, আমরা তিন বোন ও আমার মা আছেন,আমাদের সৎ ভাই দুজন ও সৎ বোন একজন আছে।এখন বাবার সম্পত্তির আমার নিরুদ্দেশ ভাইয়ের অংশ কিভাবে বন্টন হবে।

  • ভাই আমার একটা দাদা নিসন্তান । বরতমানে তার আপন ৩ বোন এবং ৩ বৌ আছে ও ৩ চাচাতো ভাই আছে।এখন ফারায়েজ কেমন হবে?

  • আমার বাবারা ৩ ভাই ২ বোন। বাবার বড় ভাই তিনি পাগল ছিলেন বিয়ে করেন নি । আমার বাবাদের সম্পত্তি যখন ভাগাভাগি হয় তখন সবাই সবার অংশ পেয়ে যান। সমস্যা থাকে বাবার বড় ভাই অর্থাত আমার জেঠা কে নিয়ে। তিনি পাগল হওয়ায় তার জমির অভিভাবক হন আমার ২ ফুপু। বর্তমান তারা ৩ ভাই এর কেউ ই বেচেনেই শুধু ২ ফুপু জীবিত রয়েছেন। বর্তমানে আমার চাচার দুই ছেলে কোন মেয়ে নেই আর আমার বাবার ১ জন ছেলে অর্থাত আমি ও আমার ৩ বোন রয়েছেন। এখন আমার জ্যাঠার অবর্তমানে তার জমির কে কত পরিমানে পাবে?

  • মৃত ব্যক্তি তার ভাতিজা ও ভাই বোন রেখে নিসন্তান অবস্থায় মৃত্যু বরন করে এ ক্ষেত্রে কে কে সম্পত্তি পাবে

      • আমার বাবার ৪ জন ভাই। ওনাদের মধ্যে তিন জন মারা গেছে।তাদের মধ্যে একজন নিঃসন্তান ও অবিবাহিত অবস্থায় সবার শেষে মারা গেছে।এখন আমার বাবার অনুপস্থিতিতে আমি কি আমার চাচার সম্পদের মালিক হবো?

  • Sir amar ma mara gese , tar shompod amar baba koto tuku pabe . Jemon mar shompod 35 shotangsho tahole koto tuku pabe .

  • মৃত ব্যক্তির ভাই আছে। এক পালিত নাবালক কন্যা আছে। এখন সম্পদের বণ্টন কিভাবে হবে?

    • জীবিত অবস্থায় পালিত কন্যাকে সম্পত্তি রেজিস্ট্রি ও হস্তান্তর করে না দিলে মৃত্যুর পর পালিত কন্যা মৃত ব্যক্তির সম্পত্তি পাবে না।

  • amar baba mara geche 7years age..amra 2 vai,2 bon,amar ma and amar dadu ache..amra kivabe amader babar shomptti vag korte pari..
    baba jayga gula khorid korce jibito thaka obosthay.

    • মোট সম্পত্তির মধ্যে আপনার দাদা ৬ ভাগের এক ভাগ, আপনার মা আট ভাগের একভাগ পাবে। বাকী সম্পত্তি ছয় ভাগ করে আপনি ২ ভাগ, আপনার ভাই ২ ভাগ এবং আপনার বোন প্রত্যেকে এক ভাগ করে পাবে।

  • আমার বাবা মারা যাওয়ার পর আমার মা একজন ব্যক্তিকে বিয়ে করে তার নাম হানিফ। হানিফের ৩ বিয়ে তার মধ্যে অআমার মা ২য়। হানিফের ১ম স্ত্রীর ২ছেলে । ২য় স্ত্রী আমার মা কিন্তু আমরা ৩ভাই হানিফের ঔরশজাত নয়। আগের বাবা আউয়ালের ওরশজাত সন্তান। সেক্ষেত্রে আমরা কি হানিফ থেকে সম্পদ পাব।তাছাড়া ৩য় স্ত্রীর ঘরের ১ সন্তান আছে

  • Amar 1 vai intekal korechen kintu tini obibahito chilen.University professor thaka obosthay unar pension, gratuities, onnanno financial benefit pawar khetre amar 1 bon ke 75% nominee and amar arek vai ke 25% nominee kore rekhechilen. kintu bortomane amar baba o ma jibito achen. Ekhon unar financial benefit er bonton ki unar hishab onujayee amar shei bon 75% r amar arek vai 25% paben….naki Muslim law onujayee Baba ma er kache ferot jabe total financial benefit? janale upokrito hobo. azad6167@gmail.com

    • মোট সম্পত্তিকে ৬ ভাগে ভাগ করুন। প্রত্যেক ছেলে দুই ভাগ এবং প্রত্যেক মেয়ে একভাগ করে পাবে।

  • আমার দাদা,দাদি মারা গেছেন,আমার বাবা এবং ২ ফুফু তারাও মারা গেছেন, আমার মা জিবিত আছেন, এখন আমরা ২ভাই ৩বোনএবং আমাদের ফুফাত ভাই বোনদের মধ্যে সম্পদের বন্টন কিভাবে হবে,

  • আমি আমার ফুফুর নিকট হতে, তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অংশ ক্রয় করি। যার কোন আপস বন্টন দলিল হয় না। আমি যে দাগে ছাপ কবলা করে ভোগদখল করছি, ঐ দাগ দিয়ে আমার চাচা তার অংশ দখল ও বিক্রি করতে চাচ্ছে। এখন আমার দখল টিকিয়ে রাখার করণীয় কী?

  • সার আমার বাবা মারা গেসে। আমার মা আছে ও আমরা ৭ ভাই ও ৩ বোন। আমাদের সম্পদ কি ভাবে ভাগ করবো

    • প্রথমে মোট সম্পত্তিকে ৮ ভাগ করুন এবং আপনার মাকে ১ ভাগ দিন। বাকী সম্পত্তি যা থাকবে তা আবার ১৩ ভাগ করুন। প্রত্যেক ভাই ভাবেন দুই ভাগ এবং প্রত্যেক বোন পাবেন ১ ভাগ।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • কামাল মারা যাওয়ার পর তার ওয়ারিশ রেখে জান চাচাতো ভাই করিম ও ফুফাতো ভাই রহিমকে।এখন কে কতটুকু সম্পদ পাবে।নাকি রহিম সম্পদ পাবে না।

  • আমার দাদিরা ৫ বোন কোন ভাই নাই। তারা ৪ বোন মারা যাবার আগে আমাদের কাছে তাদের সম্পত্তির বিক্রি করে দেয় , আর আমার দাদি আমার বাবা,চাচা কে উইল করে দেয় । আমরা জমি নামজারি ও রেজিষ্ট্রেশন করে ফেলিছি।এখন আমার দাদির চাচাতো ভাই এর সন্তান ভ্রদারি হক দাবি করে তারা কি পাবে???
    আর আমার দাদির আগে তার চাচাতো ভাই মারা গেছে এবং তারা তখন কোন হক দাবি করে না-ই।
    এখন কত তম ধারা হিসেবে এটার সমাধান কি জানাবেন। (ধারা
    নাম্বার উল্লেখ্য)।
    ধন্যবা।

  • ১৯৬১ সালের ৪ জুলাই এর পূর্বে যদি কারো ছেলে মারা যায় তবে,এখন কি তার ছেলের ওয়ারিশরা তর বাবার সম্পদের ওয়ারিশ হবে,?

  • জনাব,
    নিঃসন্তান তার বউকে তালাক দেবার কিছুদিন পর মারা গেছেন। উনার মা এবং চার ভাই ও চার বোন জীবিত আছেন। এখন সম্পত্তির ভাগ কিভাবে হবে? দয়া করে জানাবেন

    • মা মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন। বাকী সম্পত্তি মোট বার ভাগ করে প্রত্যেক বোন এক ভাগ করে এবং প্রত্যেক ভাই দুই ভাগ করে পাবেন।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • *আমার ফুপুর কোন সন্তান নেই স্বামী ও মারা গেছেন। উনার সম্পত্তি কিভাবে ভাগ হবে?
    উনার ৫ বোন (২ বোন মৃত,৩ জন জীবিত) ও ২ ভাই আছেন।
    এছাড়া আর কেউ নাই। উনার সম্পদ কিভাবে বন্টন হবে?

    • জীবিত তিন বোন ও দুই ভাই পাবে। সম্পত্তি মোট সাত ভাগ করে প্রত্যেক বোন এক ভাগ করে এবং প্রত্যেক ভাই দুই ভাগ করে পাবেন।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • একজন আমিন দরকার. যারা বাড়ি ভাগ করে থাকেন. কিভাবে এইরকম করো সাথে যোগাযোগ করা যাবে??

  • মৃত্যু ব্যক্তির পেনশনের টাকা উঠানোর পর স্ত্রীর ২য় বিবাহ করেন পিতা মাতা মৃত এবং অপ্রাপ্ত বয়সের কোন উত্তরাধীকারি নেই এখন মৃত চাকরীজীবির পেনশন কে পাবে।১ভাই আছে ১বোন আছে

  • Assalamu Alaikum. ek joner dui wife. ek wife tini jibito obostay mara geche ar ek jon tini mara jawar por mara geche. tader uvoy shongshare chele meye ache. bonton er shomoy dui wife jomi pabe kina.

  • Sir,
    Amar baba mara gesen 2005 e r amar dadi mara gesen 2006 e.
    Amra 2 vai 3 bon o amar maa ase.
    Akhon amar babar shompotti ki amar mrito dadir uttorodikari hishabe amar chacha ba fufu ra paben???

  • মৃত চাচা বিবাহ করেন নাই অনার জায়গা কি মৃত ভাইয়ের সন্তানরা পাই আর ভাই বোন আছে দাদ দাদী মৃত

  • মরহুম চাচা বিবাহ করেন নাই অনার জায়গা কি মৃত ভাইয়ের সন্তানরা পাই আর ভাই বোন আছে দাদা দাদী মৃত

  • Sir amar nanu mara gecen, tar somporti tar 7 jon cele meyera kivabe paben? Cele 3 jon r meye 4 jon…

    • মোট সম্পত্তি ১০ ভাগ করে প্রত্যেক ছেলে দুই ভাগ এবং প্রত্যেক মেয়ে এক ভাগ করে পাবেন।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • জনাব। মৃত চাচা বিবাহ করেন নাই অনার জায়গা কি মৃত ভাইয়ের সন্তানরা পাবেন, মা বাবা মৃত ; ভাই বোন আছে

    • সহোদর ভাই-বোন থাকলে তারা পাবেন, তারা মৃত হলে ভাইয়ের সন্তানেরা পাবেন।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • মেয়ে বাবার সম্পত্তি কতটুকু পাবে?
    যদি তার কোন ভাই বা বোন না থাকে এবং তার মাও না থাকে?
    এবং তার যদি চাচা বেচে না থাকে তাহলে তার চাচাত ভাই কতটুকু পাবে এবং চাচাতো ভাই এর সাথে ফুফু ও কি অংশীদার হবে?
    মেয়ের মা, না থাকার কারনে মায়ের 1/8 অংশের হিসাব কি হবে?ধন্যবাদ

    Please suggest with reference.

    • আপনি লেখা মতে, মৃতের মেয়ে, সহোদর বোন এবং মৃত সহোদর ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজা বেচে আছে। এক্ষেত্রে মৃতের মেয়ে ও সহোদর বোন সম্পত্তি পাবেন, ভাতিজা পাবেন না।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • জনাব,আমার নানার দুই স্ত্রী,চার ছেলে,চার মেয়ে।১ম স্ত্রী আমার নানার আগে মৃত্যুবরণ করেছে,এক্ষেত্রে ১ম স্ত্রী কি আমার নানার সম্পত্তি পাবে?

  • amar babar name jayga.amra oi name thik rekhe 4 vai bon,ma and dadu ki khotiun korte parbo?kivabe ki diye suru korbo?

  • আমার নানী তার বাবার একমাত্র কন্যা তাই তার চাচারা ব্রাদারি পেয়েছে, তার পর আমার মা আমার নানীর একমাত্র কন্যা এখন আমার নানীর চাচতো ভাই তার সম্পত্তির কত অংশ পাবে।

  • আসসালামু আলাইকুম,
    স্যার
    আমার আব্বুর ফুফুর কোন সন্তান নেই,তাছারা তার স্বামীও নেই।এবং আমার দাদা ও দাদার ভাই কেউ বেঁচে নাই।
    আমার আব্বুর ২ বোন(আপন),২ বোন চাচাতো আছে। এখন কিভাবে আমার আব্বুর ফুপুর সম্পদ বন্টন করতে হবে।

  • বাবা মারা গেছে, ২ মা ও ৩ মেয়ে ও ৩ ছেলে আছে, কিভাবে জমি বন্টন করবো ।

  • করিমের এক ছেলে এক মেয়ে। পিতা (করিম) জীবিত থাকতে মেয়ে ২ কন্যা, ১ স্বামী রেখে মারা যায়। কিছুদিন পর করিম মারা যায়, এখন মৃত মেয়ের স্বামী কি ওয়ারেশ হবে?

  • যার সম্পত্তি বণ্টন হচ্ছে সে মরার আগেই তার একটি মেয়ে দুই কন্যা ও এক স্বামী রেখে মারা গিয়েছিল। এখন পিতার আগে মৃত মেয়ের স্বামী কি ওয়ারেশ হবে?

  • আমার বাবা বেচে থাকতে ২টা জায়গা কি্নেছে।জায়গা ২টা ই পাশাপাশি।এখন আমাদের দাদু।আম্মু,আমরা ২ভাই ও ২বোন জায়গার বণ্টন টা কিভাবে করতে পারি?(নামজারি,?আলাদা দলিল???)বুঝতেছিনা আমি।আমি বড় ছেলে।আমার বড় বোন তার জায়গা ছায়।আমার বাকি ২টা ভাই বোন এখনো নাবালক(১৪ ও ৮ বছর)।বোনের জামাই টাও ভালনা।কিভাবে কি করতে পারি?

  • *আমার একজন দাদীর কোন সন্তান নেই স্বামী ও মারা গেছেন। উনার সম্পত্তি কিভাবে ভাগ হবে?
    উনার ২ বোন (২ বোন মৃত) ও ৪ ভাই (৩ ভাই মৃত,১ জন জীবিত) আছেন।
    এছাড়া আর কেউ নাই। উনার সম্পদ কিভাবে বন্টন হবে?

    • আপনি উল্লেখ করেছেন, একজন ভাই ছাড়া কেউ জীবিত নেই। সুতরাং জীবিত ভাই সমস্ত সম্পত্তি পাবেন।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • সৎ ভাই আর আপন ভাইএর মধ‍্যে উত্তরাধিকারি কে হবে? অনুগ্রহ করে জানাবেন।

    • হেবার ঘোষণাপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নিতে পারেন, খরচ কম হবে।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • আমারচাচানিসনতানঅবসতায় মারাগেছেন তার জমিজমা কিভাবেবন্টন হবে এবংবরতমান তারতিনভাই ওএকবোনজীবিত ওদূইভাইদূইবোনমারা
    গেছেন সেই ক্ষেত্রে কি হবে?

  • sir,অামার দাদা জীবিত অবস্থায় তার এক মেয়ে মারা গেছে। মৃত মেয়ের husband জীবিত,এক পুত্র ও এক মেয়ে আছে। দাদা মরার পরে মৃত মেয়ের husband কী অংশ পাবে এবং কতটুকু পাবে।

  • আমার চাচা মারা গেছেন কিন্তু দাদা জীবিত আছেন,চাচার ছেলেমেয়ে আছে তারা তো এখন চাচা যে পরিমাণ সম্পতি পেত সেটা পাবে।
    কিন্তু আমার প্রশ্ন হলো যদি সম্পতি ভাগ করে বা রেজিষ্ট্রি করে দেয়ার আগেই দাদা ও মারা যান তাহলে আমার চাচার ছেলেমেয়েরা কি সম্পত্তি পাবে?

    • পাবেন, আপনার চাচা বেঁচে থাকলে যতটুকু পেতেন ততটুকুই আপনার চাচাতো ভাই পাবেন।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • Sir,
    1.owarishder signature and image chara ki Namjarir Abedon kora Jabe?
    2.Main Dolil and Jomakharis er copy Chara ki Abedon Kora Jabe?

  • আমার দুইটি প্রশ্নের উত্তর দিলে বাধিত হবঃ
    (১) পিতা জীবিত থাকা অবস্থায় অবিবাহিত ছেলে (৩৬ বছর) পিতার সম্পত্তি ভোগ করার জন্য ইসলামী আইন অনুযায়ী দাবি করতে পারে?
    (২) ট্রাস্টের একটি নমুনা দলিল দিতে পারলে উপকার হয়।

    আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

    https://www.facebook.com/groups/400165940533813/

    • সম্পত্তির মালিকের মৃত্যুর পর কেবলমাত্র সম্পত্তির উত্তরাধিকারের প্রশ্ন আসে। সম্পত্তির মালিক জীবিত থাকলে সে অবস্থায় অন্য কেউ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দাবী করতে পারেন না।

      আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।

      https://www.facebook.com/groups/400165940533813/

  • Sir amar wife er baba mara gese 3 bochor hoye gese..r amar wife er baba-mar divorce hoye gese 11/12 bochor aage…1 bhai 1 bon r kew nei tader…bhaio married,but or baba mara jaoyar por theke akhon porjonto Unar sob bebsha,bank balance and jaiga sob kichui caca jethara sobai mile Doihik kore vog kortese,r tar vaio harami caca der shate mile jai pacche ta niye ache… But Amar wife kichui pacche na vai Bipode pore bon k call Kore niye giye nijer gulo Thik kore niche but pore boner shate ultai gese Shudu bole court a mamla kore tarpor nite.. Goto 2 bochor onek crisis a achi Aita jeneo Akhon iccha kore mamla korte boltese… Akhon Amar wife er koronio RA Ki?

  • A mar sot bon er ma ta Babar age Mara jai. Tai amar bon koto sompoti pabe . a mar baba KO sompoti ki tar Meyer theme pabe

  • nishsontan wife tar husband er shompotti kivabe o kototuku pabe? husband will kore gele ki tar kono valur thakbe?

  • নিঃসন্তান ব্যক্তি তার এক ভাই এবং ভাতিজাদের (আরেক মৃত ভাইএর সন্তান) রেখে মারা গেছেন, তাহার সম্পাতি কি ভাতিজারা পাবে?

  • আমার দাদারা ৪ ভাই । প্রথমে দুই ভাই একাধিক সন্তান রেখে মারা যায়। তৃতীয় ভাই নিঃসন্তান অবস্থায় মারা যায়। চতুর্থ ভাই সবার শেষে মারা যায়। এমতাবস্থায় তৃতীয় ভাই এর সম্পত্তির বন্টন কি ?

  • জনাব,
    মৃত ব্যক্তির দুই স্ত্রী। ১ম স্ত্রী নিঃসন্তান এবং তিনি মারা গেছেন। তার (১ম স্ত্রী) আত্মীয় স্বজন বলতে ২ জন বৈমাত্রেয় ভাই এবং ২ জন বৈমাত্রেয় বোন জীবিত আছেন। ২য় স্ত্রীর ১ পুত্র। এমতাবস্থায় ১ম স্ত্রীর আত্মীয় স্বজনেরা মৃত ব্যাক্তির (স্বামীর) সম্পত্তিতে কোনো অংশ পাবেন? মৃত ব্যাক্তি (স্বামী) ১ম স্ত্রীকে কোনো সম্পত্তি দলিল করে যান নি।

    • প্রথম (নিঃসন্তান) স্ত্রী স্বামীর পূর্বে মারা গেলে তার ওয়ারিশগণ সম্পত্তি পাবেন না। স্বামীর পরে অর্থাৎ স্বামীর সম্পত্তি প্রাপ্ত হয়ে মারা গেলে তার বৈমাত্রেয় ভাই-বোন সম্পত্তি পাবেন।

  • এক মহিলা, ২ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে মারা যান। মহিলার স্বামী তার পূর্বেই মারা গেছেন। এ মহিলার সম্পদের অংশ কেমন হবে?

    • অন্য কোন ওয়ারিশ না থাকলে মহিলার ছেলে-মেয়েরা তাদের পিতা-মাতার সকল সম্পত্তি পাবেন। মোট সম্পত্তি ছয় ভাগ করে প্রত্যেক ছেলে পাবেন দুই ভাগ করে আর প্রত্যেক মেয়ে পাবেন এক ভাগ করে।

    • মোট সম্পত্তি প্রথমে আট ভাগ করে আপনার মাকে এক ভাগ দিন। বাকী সম্পত্তিকে ৫ ভাগ করুন। প্রত্যেক বোন এক ভাগ করে এবং ভাই দুই ভাগ পাবেন।

  • স্যার আমার বাবা ২টা বিবাহ করছেন ,,,,,বড় মা মারা যাবার পর ছোট মা কে বিবাহ করছেন,,,,,,,এখন আমার question হলো মা যে বাবার সম্পদের ২ আনা অংশ পাবে সেই অংশ টা কোন মা পাবে। ২ মার এ সন্তান আছে।

  • স্যার আমরা তিন ভাই পারিবারিক সমস্যার কারণে একটা জায়গা বিক্রি করি এক ভাই নাবালক সে কি পরবর্তীতে এই সম্পত্তি পাবে বা ঝামেলা করবে????

  • পিতার সম্পত্তি ১ ভাই ১ বোন অংশ মতে পেল। কিন্তুু বোন নিঃসন্তান, ভাই বোনের আগে মারা গেল। ফুফুর সম্পত্তি ভাইয়ের ছেলে ও মেয়েরা কিভাবে পাবে।

  • মৃত ব্যাক্তি এক স্ত্রী, ২ কন্যা, এক ভাই, এক ভাতিজা ( মৃত ভাইয়ের সন্তান), এক ভাতিজি ( মৃত ভাইয়ের সন্তান), দুই বোন রেখে মারা যান। সম্পত্তির হিসাব কি হবে জানাবেন প্লিজ।

  • ১. আমার বাবার চাচাতো ভাই , সম্পর্কে আমার কাকা হয় , ওনার তিন মেয়ে , কোনো ছেলে নাই, মা বাবা নাই, আপন কোনো ভাই নাই , ১ বোন ছিল মারা গেছে , এখন আমার কাকা অসুস্থ , মারা গেলে তার সম্পত্তি কি ভাবে বন্টন হবে ???
    ২. উনি যদি সব সম্পত্তি ওনার মেয়েদের নামে লিখে দেয়, সেখানে অন্য কারো অধিকার থাকবে কি না ?

  • আমার দাদার দুই সংসার ছিল । বড় সংসার এ আমার বাবা সহ দুই ভাই ও এক বোন । ছোট সংসার এ তিন ভাই ও এক বোন । দাদার মৃত্যুর পর ছোট সংসার এর মেজ-ছেলে অবিবাহিত অবস্থায় মারা যায় , যদিও এখন ও আমার ছোট দাদি জীবিত। আমার ওই মৃৎ চাচার নিজের নামের সম্পত্তি এবং দাদার ওয়ারিশ হিসাবে পাওয়া সম্পত্তির ভাগিদার কি আমার বাবা এবং আমার আপন চাচা ও ফুফু (অর্থাৎমৃৎ ভাইয়ের সৎ ভাইয়েরা) হবেন কিনা ?

    এ বিষয় এ আইনি সহায়তা নিতে চাই ।

  • amr dadar 3ta স্ত্রী ..
    1st স্ত্রী 1ta chele.
    2nd স্ত্রী 1ta chele, 1ta meye.
    3rd স্ত্রী 12ta chele ,meye.

    akhon 3rd স্ত্রী 1ta chele mara geche. j chele mara geche tar kono উত্তরাধিকারী ba chele ba meye nai.

    akhon tar সম্পত্তির vag ki vabe hobe? tar mara jawar por সম্পত্তির vag ki tar babar 1st স্ত্রী 1ta chele. ba
    2nd স্ত্রী 1ta chele, 1ta meye.সম্পত্তির vag pabe?

    karon ara to সৎ ভাই , সৎ বোন

    sir plz janan

  • my father mother both death. we have 4 sister & two brother. how to asset distribution ?

  • Mrito baktir 2meye & wife ase.aber 4vai & 2bon jibito ase.tahole ke kototuku sompotti pabe.

  • ইসলামী শরিয়াহ অনুযায়ী আমার হাসবেন্ড তার জীবদ্দশায় আমাকে কোন সম্পত্যি দান/হেবা করতে পারবে কি?

    এখন আমি আমার হাসবেন্ড থেকে পাওয়া সেই সম্পত্যি আমার মেয়েদেরকে দান/হেবা করতে পারব কি?(আমাদের কোন ছেলে নেই)

    দয়া করে কুরআন ও সুন্নার আলোকে জানাবেন।

  • আমরা চার বোন আমার কোনো ভাই নাই আমার বাবা মারা গেসে আমার কোনো চাচা নাই এখন কি আমাদের সম্পত্তি থেকে আমার দুই ফুপু পাবে

  • অসিমউদ্দিন এর
    রহিম – করিম দুই ভাই
    রহিম এর দুই স্ত্রী
    করিমের এক স্ত্রী
    রহিমের দুই স্ত্রীর দুই মে
    হাজেরা – আম্বিয়া
    করিমের ৩ ছেলে
    জব্বার, আলম, আলমগীর,
    রহিমের দুই মে যথাক্রমে ৪১.৪২ শতাংশ জমি পাইছে,
    হাজেরার কোন ওয়ারিস নাই ছেলে, মেয়ে, সামি, সহদর ভাই, বোন নাই, আছে বৈমাত্রেয় বোনের ছেলে মেয়ে, আর চাচা করিমে ছেলে
    আমার প্রশ্ন হাজেরার সম্পদের অংশ তার বৈমাত্রেয় বোনের ছেলে মেয়ে পাবে কি না, যদি পায় কত অংশ পাবে

    • আপনার প্রশ্ন স্পষ্ট নয়। মৃত্যুর সময় হাজেরার কে কে বেঁচে ছিল লিখুন। আপনি ফেসবুক গ্রুপ ‘মাটির পাঠশালা’য় যুক্ত হতে পারেন।

  • আচ্ছা আমাদের দেশের সংবিধান বা আইনের ভিত্তিতে সম্পত্তি বন্টনের নিয়ম আর মুসলিম আইনের নিয়মের মধ্যে কি কোন সংঘর্ষ আছে নাকি দুইক্ষেত্রেই একই নিয়মের কথা বলা হয়েছে?

    • মুসলমানদের সম্পত্তির উত্তরাধিকার আইন কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তবে ১৯৬১ সালের মুসলিল পারিবারিক আইন দ্বারা শরীয়া আইনে সামান্য পরিবর্তন ঘটানো হয়েছে।

  • Amar Mayer chacha tar Kono sontan nai.tar vajte vatiji abog 1bon bace ase.r ak bon Mara gece kuntu tar sontan ra bace ase.tar jomir ogsidar k k hobi.abog k koto tuku pabe,seita jante chai

  • আসসালামু আলাইকুম স্যার!

    আমার প্রশ্নঃ
    মোট জমিঃ ১২ শতাংশ
    আমার ফুফু কোনো সন্তান নেই, স্বামী ও মারা গেছেন অর্থাৎ নিঃসন্তান। কালালাহ উনার সম্পত্তির ওয়ারিশ কে হবেন??

    • বাবা-মা মৃত

    • উনার ২ বোন
    প্রথম বোনঃ মৃত (সন্তানঃ ১ মেয়ে আছে)
    দ্বিতীয় বোনঃ মৃত (উনি নিজে, সন্তানঃ নেই)

    • উনার ৪ ভাই
    প্রথম ভাইঃ মৃত (সন্তানঃ ২ ছেলে)
    দ্বিতীয় ভাইঃ মৃত (সন্তানঃ ৩ ছেলে ও ২ মেয়ে)
    তৃতীয় ভাইঃ মৃত (সন্তানঃ ১ ছেলে ও ১ মেয়ে)
    চতুর্থ ভাইঃ জীবিত (সন্তানঃ ৪ ছেলে ও ২ মেয়ে)

    অন্যান্য তথ্যঃ উনার মৃত্যুর পূর্বে ২ ভাই, পিতা-মাতা এবং স্বামী মারা গেছেন।
    উনার মৃত্যুর পরে বোন এবং এক ভাই মারা গেছেন।

    উনার সম্পদ কিভাবে বন্টন হবে? জানালে উপকৃত হতাম। আপনাদের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম।

  • DEAR SIR,
    AFTER MY FATHER DEATH WE ARE THREE . MY MOTHER ME AND MY YOUNGER SISTER. WARISAN CERTIFICATE HAS BEEN WITHDRAWN FROM CITY CORPORATION. NOW WE (3) WANT TO SELL SOME PROPERTY , WHICH IS BELONGS TO MY FATHER NAME.
    MY QUERIES ARE:
    1. HOW TO TRANSFER THE NAME IN BETWEEN US AS PER RULES
    2. DO I NEED SUCCESSION CERTIFICATE FOR THAT, BECAUSE IT TAKES 4/5 MONTHS. (we need to sell early)
    3. to sell my property i need to do a deed of agreement with the buyer, legaly is this possible right at the moment. we 3 agreed to sell obviously, and will agreed to sign also.

    it will be very helpful and appriciate your quick respose.

    • আপনার মৃত পিতার সম্পত্তি আপনাদের নামে ভূমি অফিস থেকে মিউটেশনের মাধ্যমে পৃথক খতিয়ান তৈরী করে অথবা পিতার নামে সর্বশেষ খতিয়ান থাকলে আপনাদের নামে মিউটেশন না করেও বিক্রয়সহ সব ধরনের কাজ করতে পারবেন।

  • স্যার,
    আমার দাদা মারা যাবার পর আমার বাবা ও ৩ চাচার মাঝে জমি বন্টন হয়। ভাগের সময় আমার বাবার অংশে প্রধান সড়কের পাশের একটা জমি পরে। ওই জমির বাজার দর বেশি হওয়ার ফলে আমার বাবা অন্যান্য জমিতে আর অংশ পান নি। বাকি ৩ চাচার মাঝে অন্যান্য জমি বন্টন হয়। কিন্তু এখন আমাদের এলাকায় চার লেন রাস্তার কাজ ধরসে সরকার। সরকারের সড়ক বিভাগের লোকজন এসে সারভে করে বলে যে আমার বাবার ভাগে যেই জমি সেটা সরকারি একোয়ারভুক্ত জমি। আর এই একোয়ার হয়েছে আমার বাবার দাদার আমলে।এখন স্যার আমার বাবার অংশ যদি একোয়ারে চলে যায় আমার বাবা কি আমার চাচাদের কাছ থেকে কোন অংশ পাবে?? বাবা আর চাচাদের রেজিস্ট্রি বন্টন নামা অনুযায়ী হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার অংশের জমি যদি অনেক আগেই সরকারি একোয়ারভুক্ত হয়ে থাকে তাহলে এই বন্টন কি শুদ্ধ?? আমার বাবা কি এখন আর কোন অংশ পাবে না?? দয়া করে আমাকে একটু জানাবেন স্যার।

  • স্যার আমার দাদা মারা যাবার পর আমার বাবা ও ৩ চাচার মাঝে জমি বন্টন হয়। ভাগের সময় আমার বাবার অংশে প্রধান সড়কের পাশের একটা জমি পরে। ওই জমির বাজার দর বেশি হওয়ার ফলে আমার বাবা অন্যান্য জমিতে আর অংশ পান নি। বাকি ৩ চাচার মাঝে অন্যান্য জমি বন্টন হয়। কিন্তু এখন আমাদের এলাকায় চার লেন রাস্তার কাজ ধরসে সরকার। সরকারের সড়ক বিভাগের লোকজন এসে সারভে করে বলে যে আমার বাবার ভাগে যেই জমি সেটা সরকারি একোয়ারভুক্ত জমি। আর এই একোয়ার হয়েছে আমার বাবার দাদার আমলে।এখন স্যার আমার বাবার অংশ যদি একোয়ারে চলে যায় আমার বাবা কি আমার চাচাদের কাছ থেকে কোন অংশ পাবে?? বাবা আর চাচাদের রেজিস্ট্রি বন্টন নামা অনুযায়ী হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার অংশের জমি যদি অনেক আগেই সরকারি একোয়ারভুক্ত হয়ে থাকে তাহলে এই বন্টন কি শুদ্ধ?? আমার বাবা কি এখন আর কোন অংশ পাবে না?? দয়া করে আমাকে একটু জানাবেন স্যার।

  • স্যার আমার দাদা মারা যাবার পর আমার বাবা ও ৩ চাচার মাঝে জমি বন্টন হয়। ভাগের সময় আমার বাবার অংশে প্রধান সড়কের পাশের একটা জমি পরে। ওই জমির বাজার দর বেশি হওয়ার ফলে আমার বাবা অন্যান্য জমিতে আর অংশ পান নি। বাকি ৩ চাচার মাঝে অন্যান্য জমি বন্টন হয়। কিন্তু এখন আমাদের এলাকায় চার লেন রাস্তার কাজ ধরসে সরকার। সরকারের সড়ক বিভাগের লোকজন এসে সারভে করে বলে যে আমার বাবার ভাগে যেই জমি সেটা সরকারি একোয়ারভুক্ত জমি। আর এই একোয়ার হয়েছে আমার বাবার দাদার আমলে।এখন স্যার আমার বাবার অংশ যদি একোয়ারে চলে যায় আমার বাবা কি আমার চাচাদের কাছ থেকে কোন অংশ পাবে?? বাবা আর চাচাদের রেজিস্ট্রি বন্টন নামা অনুযায়ী হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার অংশের জমি যদি অনেক আগেই সরকারি একোয়ারভুক্ত হয়ে থাকে তাহলে এই বন্টন কি শুদ্ধ?? আমার বাবা কি এখন আর কোন অংশ পাবে না?? দয়া করে আমাকে একটু জানাবেন স্যার।

  • যদি কেউ জীবিত অবস্থায়ই কোন ছেলে/মেয়েকে সম্পদ না দিয়ে অন্য ছেলে/মেয়েদের সম্পদ দিয়ে যায় তাহলে ইসলামি আইন অনুযায়ী তার কি হবে।

    • উইল ব্যতিত অন্য কোন হস্তান্তর দলিল রেজিস্ট্রির মাধ্যমে যে ব্যক্তিকে সম্পত্তি দেবে, সেই ব্যক্তিই সম্পত্তি পাবে।

  • আমার বাবা ২০০০ সালে মারা যায় এখন আমরা এক ভাই এক বোন এবং আমার মা আছে ।আমার দাদার ৩ ছেলে ১ মেয়ে ।আমার দাদা ২০১০ সালে মারা যায় ।আমার দাদী জীবিত আছে ।এখন আমার দাদার ২ ছেলে ১ মেয়ে আছে আমার দাদা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি তার ২ ছেলে ১ মেয়েকে দিয়ে যায় এবং দাদী তার সব সম্পত্তি তার 2 ছেলে 1 মেয়েকে দিয়ে দিছে এমতাবস্থায় আমার কিছু করার আছে কি ….?

  • Amar baba mara gechen onekdin age. amar Dadi mara gechen olpo kichudin age. amar baba onara 3 vai 5 bon. amar ak fupu o mara gechen. akhon Dadir sompode ki amar baba abong fupur onshidari ache. janaben.

  • স্যার আমার চাচা মারা গেছেন আমার দাদা মারা যাবার আগে, চাচার একটি মাত্র মেয়ে আছে এখন দাদার সম্পত্তি ভাগ হলে দাদার কাছ থেকে চাচা পাবে চাচার একমাত্র ওয়ারিশ হিসাবে চাচাতো বোন পাবে এখানে কি আমার চাচি কোন ভাগ পাবে? আর পেলেও কেমন ভাগ হবে?
    নোট- আমার চাচী চাচা মারা যাবার 5বছর পরে আবার বিবাহ করে
    এখন তার আর একটা মেয়ে আছে,
    প্রায় 19 বছর হয়ে গেছে আমার চাচা মারা গেছেন
    দাদা বেচে থাকতেই চাচী বিয়ে করেছিলেন এবং তার মেয়ে ও দাদা বেচে থাকতে হয়েছে

  • স্যার আমার চাচা মারা গেছেন আমার দাদা মারা যাবার আগে, চাচার একটি মাত্র মেয়ে আছে এখন দাদার সম্পত্তি ভাগ হলে দাদার কাছ থেকে চাচা পাবে চাচার একমাত্র ওয়ারিশ হিসাবে চাচাতো বোন পাবে এখানে কি আমার চাচি কোন ভাগ পাবে? আর পেলেও কেমন ভাগ হবে?
    নোট- আমার চাচী চাচা মারা যাবার 5বছর পরে আবার বিবাহ করে
    এখন তার আর একটা মেয়ে আছে,
    প্রায় 19 বছর হয়ে গেছে আমার চাচা মারা গেছেন
    দাদা বেচে থাকতে চাচী বিয়ে করেছিলেন এবং তার মেয়ে ও দাদা বেচে থাকতেই হয়েছে

  • আমার বাবা ২০০০ সালের ২৮ জুন মারা যান। মৃত্যুর আগে বাবার নামে ৩.৩১ একর জমি ছিলো। যা বর্তমানে বাবার নামেই বিআরএস রেকর্ড হয়েছে। আমরা ৫ ভাই ১ বোন জীবিত। মা মারা গেছেন ২০২২ সালের ২০ জুন। বাবা মৃত্যুর আগে ১৯৯৯ সালে মোট সম্পত্তির ২.৪৮ একর জমি আমাদের ২য় ভাইয়ের নামে অছিয়তনামা করে যান। ২য় ভাই আমাদের অন্যন্য ভাই ও বোনকে না জানিয়ে অছিয়তনামার ২.৪৮ একর জমি নিজ নামে গত ৪/৪/২০২১ তারিখে খারিজ করে নেন। এ ক্ষেত্রে অন্যন্য ভাই ও বোনরা খারিজ বাতিল বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন কি না ? যেহেতু অছিয়তনামায় ১/৩ অংশের বেশী জমি দেওয়া হলে অন্যন্য ওয়ারিশগনের সম্মতি লাগে।

  • আসসালামুয়ালাইকুম স্যার, আমার জানা প্রয়োজন, মৃত্ব ব্যাক্তি ১ স্ত্রি ও দুই কন্যা রেখে যান, পরবর্তিতে স্ত্রি ও মারা জান, এখন উত্তরাধিকার কি হিসাবে আসবে, জানালে উপকৃত হবো।

  • আমার শশুরের কোন আপন ভাই নেই একজন আপন বোন আছে.. আর একজন কাকাতো ভাই আছে… আমার শশুর মারা যাওয়ার সময় এক ছেলে এক মেয়ে আর স্ত্রী রেখে মারা যায়।
    সম্পদ ৩ জনের মধ্যে ভাগ হলো।
    তারপর আমার সুমুন্দি বিয়ে না করে মারা যায়।
    এখন এই সুমুন্দির সম্পত্তি কার কার মধ্যে ভাগ হবে?

  • If the father passed away and mother also passed away, what will be the division of the fathers property where half has been given away as heba to his two son.
    The family now consists of 3 brothers and one sister.
    No grand parents from either side. Regards

  • স্যার আমার মায়েরা ৮ ভাই-বোন। আমার নানা তার সম্পত্তি ( আনুমানিক ১৬ শতাংশ) সবার মাঝে বণ্টন করে দেয় নাই। এখন আমার নানা-নানী কেউ জীবিত নেই। এখন আমার মামারা তার বোনদের প্রাপ্য ওয়ারিশ দিচ্ছে না। এমতাবস্থায় সম্পত্তি কি হারে বণ্টন হবে এবং আমারা কি পদক্ষেপ নিতে পারি। এই বিষয় নিয়ে একটু পরামর্শ দিলে বিশেষভাবে উপকৃত হবো। ধন্যবাদ স্যার।

    • আপনার মা-খালা প্রত্যেকে যতটুকু পাবে, আপনার মামারা তার দ্বিগুন করে পাবে। এভাবে বন্টন হবে।

  • স্যার আমার আব্বা মারা গেছে সম্পত্তি এখনোও দাদা ও দাদির নামে এখনোও বন্টন হয় নাই এখন আমরা এটা নিজেদের নামে কি ভাবে নিবো

    • আপনার দাদা-দাদীর সকল ওয়ারিশ একত্রে একটি বন্টননামা দলিল রেজিস্ট্রি করে নিন।

  • আমার বাবা মারা যান ২০১৫ সালে। আমরা ১ ভাই ও ৩ বোন। বাবা মারা যাওয়ার সময় দাদী বেঁচে ছিলেন। দাদী মারা যান ২০২১ সালে। মারা যাওয়ার পর বড় চাচা,ফুফু সবাই বলা শুরু করে যে ওনারাও বাবার সম্পত্তির ওয়ারিশ। পরে জানতে পারি বাবা মারা যাওয়ায় দাদী ওয়ারিশ হয় এবং সেই সূত্রে চাচা ফুফুরা মালিকানা দাবী করছেন এখন। আমিও ঘাটাঘাটি করে জানলাম দাদী ১/৬ অংশের ওয়ারিশ হয়েছিলেন। আমার প্রশ্ন হলো, আমার দাদী মারা গেছেন, এখন উনি যে টুকু সম্পত্তির ওয়ারিশ হয়েছিলেন সেটা কি এখন চাচা ফুফুরা দাবী করতে পারেন? নাকি দাদী মারা যাওয়ায় সম্পত্তির আমরা ব্যতীত আর কোন ওয়ারিশ নেই?
    ধন্যবাদ।

    • আপনার মৃত পিতার সম্পত্তিতে তাঁর মাতা হিসেবে আপনার দাদী যে সম্পত্তি পেয়েছেন, তা থেকে আপনার চাচা-ফুফু ওয়ারিশ হিসেবে মালিকানা দাবী করতে পারবেন।

  • প্রশ্নঃ চাচত ভাই বেওয়ারিশ রেখে মারা গেলে তার সম্পত্তির মালিক কারা হবে?
    মৃত ব্যক্তির চাচত বোন উক্ত সম্পত্তির মালিক হবে কি না? জানতে চাই.।

  • আসসালামু আলাইকুম।
    আমার শশুরের মৃত্যুর পরে আমার শাশুড়ি ও মারা যায়।
    আমার প্রশ্ন হলো বতমানে আমার শাশুড়ি কি আমার শশুরের সম্পত্তির মালিক হবে?

error: Content is protected !!