রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের পূর্বে যা ভালভাবে দেখতে হবে

রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের পূর্বে যা ভালভাবে দেখতে হবে

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

রেজিস্ট্রেশনের জন্য দলিল প্রস্তুত হয়ে গেলে সাব-রেজিস্ট্রারের নিকট উপস্থাপনের পুর্বে নিম্নলিখিত বিষয়গুলো ভাল ভাবে যাচাই করুনঃ

  • দলিলের প্রতি পৃষ্টায় দাতার/পক্ষগণের সম্পাদন আছে কি-না।
  • খতিয়ান অনুযায়ী জমির দাগ নম্বর শুদ্ধভাবে অংকে ও কথায় লেখা আছে কি- না।
  • দাগ মোতাবেক জমির হাত নকশা ও পরিমান সঠিকভাবে লেখা হয়েছে কি-না।
  • সম্পত্তির প্রকৃত শ্রেনী অনুযায়ী সঠিক মূল্য লেখা হয়েছে কি-না।
  • দাতা/বিক্রেতার এবং ক্রেতা/গ্রহিতার বিক্রিত/অর্জিত জমির হারাহারি মালিকানার পরিমান সঠিকভাবে লেখা হয়েছে কি-না।
  • কোন দাগের আংশিক সম্পত্তি হস্তান্তর হলে উক্ত দাগের কোন অংশে দখলভোগ থাকবে তা উল্লেখ করা হয়েছে কি-না।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!