বিসিক-এর লিজকৃত জমির প্রসংগে

বিসিক-এর লিজকৃত জমির প্রসংগে

Last Updated on 16/10/2022 by Md. Shahazahan Ali

বিসিক-এর লিজকৃত জমির ক্ষেত্রে লিজ-গ্রহীতার পরিবর্তে লিজ-দাতার নামে সর্বশেষ খতিয়ান থাকলে লিজ-গ্রহীতা কর্তৃক অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি বিষয়ে আইন ও বিচার বিভাগের

মতামত (বর্ণনা পৃষ্ঠা ১০২ দ্রষ্টব্য)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন ও বিচার বিভাগ
বিচার শাখা-৬
সরকারি পরিবহন পুল ভবন
সচিবালয় লিংক রোড, ঢাকা।

আর-৬/১এম-১০/২০১৭-১৮৬                                                           তারিখ: ১০-০৭- ২০১৭খ্রিঃ ।

বিষয়ঃ লিজকৃত জমির ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির বিষয়ে মতামত প্রসঙ্গে।

সূত্রঃ (১) দিবন্ধন পরিদপ্তরের স্মারক নং-নিপ/রেজি শাখা-৫ (রাঃবিঃ)/৫১১৭, তারিখঃ ১১-০৪-২০১৭ খ্রিঃ এবং (২) জেলা রেজিস্ট্রার, বগুড়া এর স্মারক নং-জেঃ রেজিঃ ফাঃ বগুড়া/২৫৫, তারিখঃ ১২-০৪-২০১৭ খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে লিজকৃত জমির ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত মতামতের ফটোকপি এতদসংগে প্রেরণ করা হলো।

(মোঃ আনোয়ারুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোন : ৯৫৬৬০১০।

মহাপরিদর্শক, নিববন্ধন
নিবন্ধন পরিদপ্তর
১৪, আব্দুল গণি রোড
ঢাকা।

নং-আর-৬/১এম-১০/২০১৭ তারিখঃ ১০-০৭-২০১৭ খ্রিঃ।

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো :

০১। মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
০২। সচিব মহোদয় এর একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ।
০৩। জেলা রেজিস্ট্রার, বগুড়া।
০৪। অফিস কপি ।
০৫। পার্ড ফাইল।

(মোঃ আনোয়ারুল হক)
 সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০।

Md. Shahazahan Ali

Add comment

error: Content is protected !!